আমাদের কথা খুঁজে নিন

   

এই ঋতুতে ত্বকের যত্ন

ময়েশ্চারাইজার লাগালে বিপদ না থাকলেও বিপদ। প্রকৃতিতে এখন গরম-ঠাণ্ডা দুই ধরনের অনুভূতিই রয়েছে। এ সময়ে রোদের প্রখরতা বেড়ে যায়। আবার রাতে ঠাণ্ডায় ত্বক শুষ্ক হয়ে যায়। একটু বাড়তি যত্ন আর সচেতনতা এই সমস্যার সমাধান দেবে আপনাকে।

হতে পারে তা ঘরোয়া পদ্ধতি নয়তো কোনো বিউটি সেলুনের সেবা।

এ সময়ে যে সব সমস্যার মুখোমুখি আপনাকে হতে হয় তা হলো- রোদে পোড়া ত্বক, রুক্ষ ত্বক, উজ্জ্বলতা নষ্ট হওয়া, ঠোঁট কালো হওয়া, ব্রণ হওয়া, ব্লাক হেডস, হোয়াইট হেডস, চুল পড়া- এ সমস্যাগুলো আপনাকে ঘিরে ধরার আগেই সচেতন হন এবং নিজের বাড়তি যত্ন নিন।

ঘরোয়া উপায়ে এসব সমস্যা সমাধানে কিছু পরামর্শ

* পাকা কলা, লেবুর রস ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের পোড়াভাব দূর হবে।

* ত্বকের কালচেভাব দূর করতে কাঁচা দুধে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর সারা ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

া টকদই, চালের গুঁড়া, আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে লাগালে স্ক্রাবের কাজ হয়।

* ত্বক তৈলাক্ত হলে ডাবের পানি, তরমুজ ও লেবুর রস মিশিয়ে লাগালে কাজ দেয়। া চন্দন বাটা, নিমপাতা বাটা ও কাঁচা হলুদ বাটা দিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। ভালো ফল পাবেন।

* ঠোঁটে কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁট মুছবেন।

এটি নিয়মিত করলে ঠোঁটের কালো দাগ উঠে যাবে।

* কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে।

* মুখের ব্রণের ক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের ওপর। ব্রণ তাড়াতাড়ি মিইয়ে যাবে।

* পিগমেন্টেশন বা কালো দাগ থেকে মুক্তি পেতে আলু, লেবু ও শসার রস একসঙ্গে মিশিয়ে তাতে আধা চা চামচ গি্লসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।

* চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাইযুক্ত তেল লাগান।

* তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

* যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

* পায়ের গোড়ালি ফাটলে পিয়াজ বেটে প্রলেপ দিন। া মুখের বাদামি দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন।

* সমপরিমাণ তুলসীপাতা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান, যে কোনো দাগ মিইয়ে যাবে।

* অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত।

এতে ত্বকের বলিরেখাও দূর হয়ে যাবে।

* মেটালের চিরুনি ব্যবহার না করে প্লাস্টিকের বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন। সহজেই চুলের জট ছেড়ে যাবে। া হেয়ারটনিক ম্যাসাজ করতে পারেন, এতে তেল সহজেই চুলের গোড়ায় ঢুকবে। ঘুমও ভালো হবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।