আমাদের কথা খুঁজে নিন

   

বই দোকানের পার্সেন্টিজ জিনিসটা আসলে কি?



গত রবিবার দীর্ঘদিন পর বই কিনতে দোকানে গিয়েছিলাম। গিয়ে সেই মান্দাত্তার আমলের বিক্রয়ের পদ্ধতিটার সাথে আবার পরিচিত হয়ে আসলাম। একটা বইয়ে মুল্য লিখা থাকে ৪৮০/৫২০/৩৮০ টাকা। প্রকৃত পক্ষে এইটা কোন মূল্যই না, এইটা শুধুমাত্র ক্রেতাকে বিভ্রান্ত করার একটা পদ্ধতি। এই মূল্যের উপর বিক্রেতা নিজের ইচ্ছে মতো একটা পার্সেন্টিজ ধরে সেটা বাদ দিয়ে দেন। সেটা হতে পারে ২০/২৫/৩০/৩৫/৪০/৪৫, তবে একজন অনিয়মিত ক্রেতাকে এক্ষেত্রে বিক্রেতার সিদ্ধান্তকেই মেনে নিতে .হয়। কেননা কোন বইতে কত পার্সেন্টিজ দিবে সেটা বিক্রেতার মতিগতি আর প্রকাশনীর গোপনীয় দামের উপর নির্ভরশীল। আমার সামনেই আমি দেখালাম একজন খুচরা বই বিক্রেতা একই দোকান থেকে বই নিয়েছেন ৪৫% কমিশনে, আর আমাকে দেয়া হল ৩০% কমিশন। তাহলে এই কমিশন নামের এই চোরা পদ্ধতিটা কাকে ফাসানোর জন্যে? সঠিক মুল্য দিলে ক্ষতিটা কি? কেন পাঠকরা গিয়ে একজন বিক্রেতার কাছে অন্ধের মতো বই কিনবেন? কমিশন নামের এই ধান্দাবাজিটা কি কোনদিনই বন্ধ হবে না?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।