আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে একাধিক ফোল্ডার তৈরি করুন (মাথাই নষ্ট)

আস্সালামু ওয়ালাইকুম ।
প্রিয় টেকটিউনস বন্ধুরা । আশাকরি সবাই ভাল আছেন । অনেক বেস্ততার কারনে  টেকটিউনস এ সময় দেয়া হয়না । আর কোন টিউন করার সুযোগ পাইনা ।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে Notepad দিয়ে এক ক্লিক এ একাধিক ফোল্ডার  তৈরি করতে হয় ।
জরুরি প্রয়োজনে অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেক ফোল্ডার তৈরি করতে হয় । উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরী করতে পারেন । এজন্য Start Manu  তে  গিয়ে All Programs থেকে Notepad টি  open  করতে হবে । এবার নিচের সংকেতটি ( কোড ) নোটপ্যাডে লিখুন :
MD Tech Tunes Like Friend Family This Text Document Batch Programing
এরপর File-Save as থেকে নোটপ্যাডটি Create Folder.bat নামে সেভ করুন ।


খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে ।
এই ফাইল এ ডাবল ক্লিক করলেই একসঙ্গে ১০ টি ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
লক্ষ্য করুন, নোটপ্যাড এর কোডে যে নাম গুলো দিয়েছিলাম সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে । ইচ্ছে করলে আপনারা নিজের পছন্দমতো নাম নোটপ্যাড এ স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন । তবে সংকেত শুরুতে MD অবশ্যই লিখতে হবে ।


আশা করি এই সহজ কাজটি সবাই বুঝতে পেরেছেন । যদি আগে কেউ এই পোস্ট টি করে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত । ভুল-ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ সবাইকে ।
সময় পেলে ঘুরে আসুন আমার ছোট্ট ব্লগ থেকে http://www.sagoronline.blogspot.com


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।