আমাদের কথা খুঁজে নিন

   

ফান পোষ্টঃ এক মুক্তমনা গুরুজীর আক্ষেপ!

মানুষ নিদ্রিত এবং মৃত্যুর পরপরই সে জেগে উঠবে।



তসলিমা নাসরিনের মতো একজন অর্ধশিক্ষিত ও মাথামোটা মেয়ে ইসলাম ও ইসলামের নবীকে নিয়ে আজেবাজে কিছু কটূক্তি করে স্রেফ মুসলিম নামধারী হওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে, উন্নত দেশ সুইডেনে আজীবন থাকা-খাওয়ার অধিকার পেয়েছে, এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টার্ভিউ এর জন্য আমন্ত্রণ পাওয়া-সহ কত অ্যাওয়ার্ড-ট্যাওয়ার্ডও পেয়েছে! এদিকে আমার এক ইসলাম বিদ্বেষী কম্যুনিস্ট মুরিদ আমার হাঁটু-সম বিদ্যা-বুদ্ধি নিয়েও স্রেফ মুসলিম নামধারী হওয়ার জন্য আজ ইউরোপের মাটিতে বসে সেখানোকার পত্র-পত্রিকার হেডলাইন হচ্ছে! এরকম উদাহরণ আরো কত আছে! অথচ আমি বাংলাদেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে, বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রী নিয়ে, আধুনিক বিজ্ঞানের উপর ডজন খানিক বই লিখে, ইসলামের বিরুদ্ধে এক যুগেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্যাম্পেন করেও স্রেফ নামের কারণে পশ্চিমা বিশ্বের কোনো একটি মিডিয়ার নজরটুকু পর্যন্ত কাড়তে পারলাম না! অ্যাওয়ার্ড-ট্যাওয়ার্ড পাওয়া তো অনেক পরের কথা! এমনকি আমেরিকাতে এতদিন ধরে থেকেও কোনো আমেরিকান মিডিয়া বা টকশো'র নজরে পড়লাম না! ক্যান যে রুদ্র মোহাম্মদ (আমার একটি ছদ্মনাম) কিংবা মহিউদ্দিন আহমেদ কিংবা তারেক ফাতাহ কিংবা আয়ান হিরসি আলী জাতীয় নামধারী হলাম না! এত পড়াশুনা আর পরিশ্রম করে তাহলে লাভটা হলো কী! পশ্চিমা মিডিয়ার বর্ণবাদী মানসিকতাকে ধিক্কার জানাই!



সমাপ্ত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।