আমাদের কথা খুঁজে নিন

   

আমরা এই অবস্থার পরিবর্তন চাই । আমরা চাই সৎ বাঙালী।

আমি যখন আমাকে নিয়ে বলব তখন আমার ভাল দিক গুলিই বলব ।

আমি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ৭ম পর্বের একজন ছাত্র । সাধারন দৃষ্টিতে, কোন দেশের মোটামুটি বড় বাজেটের কাজগুলো সম্পন্ন হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে । আর তাই এই সেক্টরে দুর্নীতির সম্ভবনাও অন্য সেক্টরের তুলনায় বড় এবং বেশি ।

আজ ডিজাইন অব স্ট্রাকচার ক্লাসে আলোচনা হল,
স্টিল/রডের সর্বোচ্চ টান শক্তি ৪২০০ কেজি/বর্গ সেঃমিঃ ।

কিন্তু ACI (American Concrete Institute ) আনুমোদনে ৪০% শক্তি কাজে লাগিয়ে কাঠামো ডিজাইন করতে হয় । যার অর্থ বাকি ৬০% শক্তি সেফটি ফ্যাক্টর ।

আর এই ৬০% সেফটি ফ্যাক্টরকে কাজে লাগিয়েই ইঞ্জিনিয়ারগন ৪টির জায়গায় ২ টি রড ব্যবহার করে মোটা অঙ্কের সালামী গ্রহন করে ।

একই ভাবে কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি ২১০ কেজি/বর্গ সেঃমিঃ । আর ACI আনুমোদনে ৪৫% শক্তি কাজে লাগিয়ে কাঠামো ডিজাইন করতে হয় ।

এখেত্রেও ৫৫% শক্তি সেফটি ফ্যাক্টর ।

একইভাবে ইঞ্জিনিয়ারগন এই ৫৫% সেফটি ফ্যাক্টর কাজে লাগিয়ে মোটা অঙ্কের আয় করে থাকেন।

তাহলে কেন রানা প্লাজা ধ্বসে পড়বে না? কেন বাংলাদেশের কাঠামোগুল দুর্বল হবে না??

আমরা এই অবস্থার পরিবর্তন চাই । আমরা চাই সৎ বাঙালী। আপনার, আমার এবং আমাদের সবার সততাই একদিন আমাদের দেশ সোনার দেশে পরিবর্তন হবে।



আবার আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ । ইনশাআল্লাহ্‌

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।