আমাদের কথা খুঁজে নিন

   

কিছু টা মৈলিক

কিছু টা মৈলিক জীবন আমার কিন্তু
সোডিয়াম বাতির মত, গিরগিটির মত বহু রুপি ।
জীবন টা যেন পড়েছে ইটে চাপা সবুজ ঘাস এর উপর
সবুজ ঘাসের উপর ইট চাপার ফলাফল ম্যাট-ম্যাটে, বিবর্ণ ।

এখন আমি কোলাহল প্রিয় মানুষ,
ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আমার ভাল-লাগে,
নগরীর দুষিত বাতাস আমার নিত্য সঙ্গি।

ইট-বালুর মাঝে আমার অস্তিত কে টিকিয়ে রেখেছি
যেমন করে টিকিয়ে রাখে নিজেকে
শতাব্দীর পুরাতন বট, আগাছারা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।