আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৫ রান করে নিউ জিল্যান্ড।

অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ৫৯ রান দেড় শ’র কাছাকাছি পৌঁছে দেয় নিউ জিল্যান্ডারদের। ৪৫ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

ম্যাককালাম ছাড়া কলিন মানরো (২০) ও মার্টিন গাপটিল (১১) শুধু দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন।

১৬ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার উমর গুল।

আরেক পেসার মোহাম্মদ তালহা ২ উইকেট নেন ২২ রানে।

জবাবে অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও কামরান আকমলের অর্ধশতক এক বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় পাকিস্তানকে।

দলীয় ৩৮ রানে শারজিল খানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে হাফিজের সঙ্গে কামরানের ৮৩ রানের জুটিতে টি-টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ভিত রচিত।

স্বেচ্ছায় অবসর নেয়া কামরানের (৫২) ৪৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও দুটি ছক্কা। ৫৫ রান করে আউট হওয়া হাফিজের ৩৯ বলের ইনিংসটি সাজানো ৩টি চার ও ৫টি ছক্কায়।



শোয়েব মালিক ৮ ও শোয়েব মাকসুদ ১৬ রানে অপরাজিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।