আমাদের কথা খুঁজে নিন

   

অতীত

অতীত দিয়ে যায় নাঁড়া-
নিরবে এসে হালের মাঝে করে সে ইশারা ।
স্মৃতি পটে ভেসে পরশ বোলিয়ে কহে আত্মহারা-
ভুলিছনে তোর আগের দিনটি-
যুগের প্রাচীর,
শতাব্দীর সাক্ষ্য,
সুখ-দুঃখের জীবন ধারা ।
অতীত দিয়ে যায় নাঁড়া-
নিরবে এসে হালের মাঝে করে সে ইশারা ।

প্রত্যহ সে জীবন-স্পন্দনে আবেগ বান্ধিয়া ডাকে,
জীবন খাতার পুণ্য, জীর্ণ ভাসিয়ে তুলে চোখে-
কহে অতীত; গুছিয়ে চলো নিত্য তোমার চলা,
ভাল যা’ তুমি মর্মে গাঁতো ভুল সব দিয়ে ধলা ।
জয়ে তুমি মহান পুর্বজের মহা ধ্বনিত বাণী-
আগামীরে তুমি উল্লাসে সাজাও কল-কল ধ্বনিতে ভরা ।
অতীত দিয়ে যায় নাঁড়া-
নিরবে এসে হালের মাঝে করে সে ইশারা ।

শতাব্দীর চলিত গ্লানীগুলো আঘাতে করহে চুর,
শান্তী সাম্যের মুখর পথে পরশি্তে জোর –
মর্মে লোভো শ্বাশত বাণী সর্বদিগ্বিদিক জয়ী মহা মানবীর ।
ক্লান্তীরে আজি করহে দমন অতীত হতে –
সাজাও মানবের সুখের ধারা আগামীর পথে –
শুভ্র অতীতের আলোতে ধরাতে বহাও সুখের অঝরঝরা ।
অতীত দিয়ে যায় নাঁড়া-
নিরবে এসে হালের মাঝে করে সে ইশারা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।