আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নবাজী

ক্যামেরা নিয়ে চলা আমার তা তো আর কম দিন হলো না। ছবি তোলা আমার নেশা। যদিও আমি মানুষ হিসেবে অনেক বেশী অলস। অলস মানুষদের ফটোগ্রাফী করা অনেক মুশকিলের ব্যাপার। আগে অনেক বেশী ছবি তুলতাম, এখন যেন যত দিন যাচ্ছে তত আমার ছবি তোলার পরিমান কমে যাচ্ছে, কিন্তু নেশা বেড়ে যাচ্ছে।

সমস্যা হলো, আলসেমীর সাথে যুদ্ধ করে পেরে উঠছি না। যতবার ভাবি অনেক হয়েছে আলসেমী, আর না, এবার ক্যামেরা নিয়ে ঝাপায়ে পড়বো। কিন্তু কই আর তা হয়ে উঠছে?
ছবি তোলা আমার কাছে শুধু ক্যামেরার শাটার টিপে ছবি তোলাই না। ছবি তোলা আমার কাছে আমার কল্পনাকে একটা রুপ দেয়া। আমি যা দেখতে চাই, যা দেখাতে চাই সেটাকে তুলে আনা।

যারা লিখতে পারে তাদের কাছে কলম যেমন তাদের মনের ভাব, তাদের স্বপ্ন, তাদের ভাললাগা ফুটিয়ে তোলার একটা উপকরন, তেমনি ক্যামেরা আমার আমার স্বপ্ন, আমার ভাবনা, ভাললাগাকে ফুটিয়ে তোলার উপকরন।
যাই হোক, সচলে কিছু ছবি শেয়ার করতে ইচ্ছে হলো, জানিনা আপনাদের ভাল লাগবে কিনা। ভালো লাগলে ছবি নিয়েই আরো পোস্ট দেয়ার ইচ্ছে আছে। লেখালেখি বস্তুটা আমার জন্য না, তাই কলমের বদলে ক্যামেরা চালাই।
:‌‌: ০১ ::

:‌‌: ০২ ::

:: ০৩ ::

:: ০৪ ::

:: ০৫ ::

:: ০৬ ::

:: ০৭ ::

:: ০৮ ::

:: ০৯ ::

:: ১০ :: হৃদয়ে বাংলাদেশ

এই ছবিটা ফেসবুকে দুই তিনটা পেজ দেখলাম আমার অনুমতি ছাড়াই প্রোফাইল পেজ বা পোস্ট এ ব্যবহার করছে।

দুই তিনবার বলেও কোন লাভ হয়নি। তাই মনটা অনেক খারাপ ছিল বেশ কিছুদিন।

সোর্স: http://www.sachalayatan.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।