আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ব্যাংকে একাউন্ট রাখা ঈমানের অঙ্গ!

দেখতে চাই ধরনী



কথাটার কোন হিডেন মানে নাই। ছোট বেলায় ইসলামিয়াতে পড়েছিলাম - দেশ প্রেম ঈমানে অঙ্গ। যদি তাই হয় তো ইসলামী ব্যাংকে টাকা রাখাও ঈমানের অঙ্গ। কেননা আপনি যদি ” লাখো মানুষের” সাথে জাতীয় সঙ্গীত না গান, তাইলে হয় আপনি রাজাকার নয়তো দেশ দ্রোহী হতে পারেন। যদিও জোর করে, পোস্টার ছেপে জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের সীজনাল দেশ প্রেম দেখার জন্য যে টাকা যে খরচ করা হচ্ছে সেটা দিয়ে অনেক কিছুই করা যাইতে পারে বা পারতো।

যেহেতু আমাদের সবই কম বেশি সীজনাল আর স্পর্স্ড তাই খুব একটা অবাক না হলেও - রাজাকারের ব্যাংক বলে খ্যাত ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে যদি জোর করে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় আর তাতে যদি আমাদরে দেশ প্রেমের নমুনা পাওয়া যায় আর দেশ প্রেম যদি ঈমানের অঙগ হয় তো ইসলামী ব্যাংক সত্যিই শারীয়াহ মুতাবেক কাজ করছে। তাই ইসলামী ব্যাংকে একাউন্ট রাখা আমাদের ঈমানী দায়ীত্ব।

শেষে একটা কথায় মনে হচ্ছে - বঙ্গবন্ধ থাকলে হয়তো আক্ষেপ করে বলতেন - আমার গণজাগরনের মঞ্চখানা কই? কোথায় গেল সেই - - - -
লজ্জা লজ্জা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.