আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীকে শূন্য মনে হয়, ঘোর লাগে সেই নারীর নেশায়/ শাফিক অাফতাব /



মধ্য বসন্তে আমার দুঃখের অন্ত থাকেনা
প্রেম নামক বাতাসনির্মিত ভালোবাসার ভারে
আমি জমাট অন্ধকারের মতোন হিম যাই __
নীরবে শূন্যতার জল ঝরাই মনের গহীন গহবরে।

কে এক নারী ভালোবেসে দিয়েছিলো ফুল,
সেই ফুলের ঘ্রাণের ব্যঞ্জনাগুলো প্রায়শ আমাকে
উতলা করে, পুলকের, হাহাকারের অসীমে নিয়ে যায় __
শূন্যতায় ভরে থাকি, তবু মনে হয় আছি সুরালোকে।

সেই নারীর দুটি হাত, দুটো সাদা চোখ, সুগোল স্তন,
আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা
তার অভিবাদনের কথা বাদই দিলাম __
ওইটুকুই নাকি শতজনমের ভালোবাসা।

মধ্যবসন্তে মধ্যবয়সী নারী আসে ভরপুর ভালোবাসায়,
পৃথিবীকে শূন্য মনে হয়, ঘোর লাগে সেই নারীর নেশায়।
১৯.০৩.২০১৪
পৃথিবীকে শূন্য মনে হয়, ঘোর লাগে সেই নারীর নেশায়/
শাফিক অাফতাব /

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.