আমাদের কথা খুঁজে নিন

   

ভব, স্বপ্নে পাওয়া...১



বেশি স্বপ্ন দেখলে নাকি দোষ হয়? আমিতো রোজ দেখি। গত রাতে দেখলাম গুলশান নাভানা টাওয়ারের সামনে দিয়ে হেটে যাচ্ছি, রাস্তার মধ্যে অনেক লোকজন জড়ো হয়ে হৈ-হল্লা করছে। কাছে গিয়ে ব্যপারটা বোঝার চেষ্টা করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখলাম একটা পুলিশ ল্যাগুনা পিক আপ এ চার-পাঁচজন লোককে গরু বাঁধার রশি দিয়ে বেঁধে ল্যাগুনায় তোলা হচ্ছে, চারদিকের উৎসুক জনতাকে ঠেকাতে পুলিশ রিতীমতো ঘেমে যাচ্ছে, ঘন ঘন বাঁশি ফুকছে, বাঁশিটা দেখলাম ইশরাফিলের বাঁশির মতোই, আমি দ্বিধায় পড়ে ভাবতে লাগলাম, আজ কি বৃহষ্পতিবার? পাশে দাঁড়ানো জনৈক পথিকের কাছে জানতে চাইলাম, ভাইজান ব্যপার কি? উনি বিরসমুখে বললেন, চোর ধরছে...আমি বললাম, বাহ বাহ, পুলিশ তাহলে চোর ধরে? পথিক বিরক্ত চোখে বলল, আস্তে বলেন, ঝামেলায় পড়বেনতো। অমি এবার সত্যি আবাক হলাম, হয়তো চোখের ভাষা পড়েই পথিক বললো, জানেন এরা কারা, যাদের দড়ি দিয়ে বাঁধা হইছে। আমি ভাবলাম, চোরতো চোরই, তার আবার অন্য পরিচয় থাকে নাকি? পথিক বলেই চলছে, ওরা বড় বড় মোবাইল কোম্পানির পরিচালক, সিইও কি কি যেন বলে..এ সময় এক কনেস্টেবল বাঁশের লাঠি দিয়ে দিল এক চোরের নিতম্বে গুঁতা, চোর চিৎকার করে কাঁদছে..এমন সময় জনতার মধ্যে প্রচুর ঠেলাঠেলি শুরু, দাঁড়াতে পারছিনা, কে যেন আমাকেও ধাক্কা দিচ্ছে...

চোখ মেলে দেখি বউ কড়াচোখে তাকিয়ে আছে, কেমন মানুষ তুমি, বাচ্চাটা সেই কখন থেকে কাঁদছে, আর মরার ঘুম ঘুমাইতাছো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।