আমাদের কথা খুঁজে নিন

   

'ডাকি অভাজনে' - মোহাম্মদ ইউছুফ মিয়া সংগীত 'সুর লহরী'

অনন্ত দয়াময়, শয়ালে দয়াল কয়
নিশ্চয় সৃষ্টিতে আছো দয়াদানে,
এ অভাজনে-
ডাকি প্রভূ কৃপাময়ী বিনয়ী বচনে । । ২

করুনার হও ভাণ্ডার তুমি
তোমার ধনের কি আছে কমি
জগত স্বামী তোমারে লই মেনে ।
তুমি সত্য হও নিত্য
অনুগত্য করছে সর্বজনে ।
এ অভাজনে-
ডাকি প্রভূ কৃপাময়ী বিনয়ী বচনে ।



প্রেম-ময়ী গুনের হও গুনি
তোমার প্রেমের বাজে ধ্বনী
সর্ব প্রাণে প্রাণে ।
মহত্তের বিকাশ আকাশ বাতাস
যাহা দেখি নয়ানে -
এ অভাজনে-
ডাকি প্রভূ কৃপাময়ী বিনয়ী বচনে। ।

অষিম তোমার গুন-গরিমা
চির-অমর পাক মাহিমা
সামিয়ানা বিচাইছ ভূবনে ।


প্রেমের কাঙ্গাল ইউছুফ তোমার
স্থান চাহি চরণে -
এ অভাজনে-
ডাকি প্রভূ কৃপাময়ী বিনয়ী বচনে। । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।