আমাদের কথা খুঁজে নিন

   

টি-২০ ওয়ার্ল্ড-কাপ ২০১৪ তে যারা মাঠ কাঁপাবে ও বিশ্ববাসীর নজর কাড়বে।

তোমরা কেউ কি দিতেপারো প্রেমিকার ভালোবাসা

জিম্বাবুয়ে নেদারল্যান্ড এর উত্তেজনাপূর্ণ খেলা দেখলাম। দারুণ উপভোগ্য ম্যাচ ছিলো। সুপার টেন বাছাই ২১ তারিখ শেষ হবে। বাংলাদেশ সুপার টেন নিশ্চিত করেছে ইতি মধ্যেই। বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে হংকংকে হারানো কোন ব্যাপার না ।

২১ তারিখ বিকাল ২ টা ৩০ মিনিটে ভারত-পাকিস্তান ম্যাচ এর মধ্য দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ ২০১৪ এর মূল লড়াই। আসুন দেখি কোন কোন খেলোয়াড় গুলো বিশ্ববাসীর নজর কাড়বে।

সাকিব আল হাসানঃ বাংলাদেশের যে প্লেয়ারকে অন্য দল গুলো ভয় পাবে তিনি হলে সাকিব আল হাসান। তিনি দারুণ ফর্মে আছেন। বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং এও তিনি অসাধারণ।

সাকিব বর্তমানে বিশ্বের বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার । বাঁহাতি ব্যাটসম্যান ও বাঁহাতি স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। ২০১৪ সালের আই সি সি এর অফিসিয়াল টেস্টে অলরাউন্ডার ব্যাংকিং তার অবস্থান ৩ নাম্বারে , ওয়ানডে অলরাউন্ডারেও ৩ নাম্বারে, টি-২০ বোলার এ ৭ নাম্বারে, টি -২০ অলরাউন্ডার হিসেবে ৪ নাম্বারে অবস্থান করছেন। আরো আছে তামিম। তামিম ইকবালকে ভয় পাবে যে কোন দল ।

যতক্ষণ আউট হবেনা ততক্ষণ খবর আছে। দারুণ ফর্মে আছে মাশরাফি , এনামুল হক বিজয়। জিয়াউর কে কি জন্য বাদ দিছে আমি বুঝিনা। দারুণ ফর্মে আছে মুশফিক ও। তামিম একটা একটা ৫০ রানের ইনিংস সাকিব-মুশফিক এর একটা ভালো পার্টনার শিপ নাসির এর ফিনিশিং , মাশরাফি-সাকিব-রাজ্জাকের বিধ্বংসী বোলিং বাংলাদেশকে বিশ্বের যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট।



যুবরাজ সিং: একজন ভারতীয় অলরাউন্ডার। ২০১৪ সালের ই সি সি এর অফিসিয়াল অল রাউন্ডর র‍্যাংকিং এ তার অবস্থান ৩ নাম্বারে। ইংল্যান্ডের সাথে একটা ম্যাচে ছয় বলে ছয়টা ছয় এর মার মেরেছিলেন। একজন ভাল ফিল্ডার। মাঝে মাঝে বল হাতেও জ্বলে উঠেন।

ইদানীং ফর্মে নাই। তবে তাকে আউট করতে না পারলে খবর আছে। আমি কোনদিন তাকে বাজে ফিল্ডিং করতে ও ক্যাচ মিস করতে দেখিনাই। এই দলে আছে ভিরাট কোহলি ধনি এবং রায়ানা । বোলিং এ অশিন অন্য দল গুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।

অশিন ২০১৪ সালের বিশ্বের সেরা টেস্ট বোলার এ ৯ নাম্বারে , টেস্ট অলরাউন্ডার এ ২ নাম্বারে অবস্থান করছেন। এছাড়াও আছে শেকর ধেওয়ান যিনি ভালো ব্যাটিং করেন। ২০১৪ ওয়ানডে এর সেরা ব্যাটস ম্যান এর তালিকায় ৮ নাম্বারে আছেন। রবিন্দ্র জাদেজা ভাল বলিং করেন। ২০১৪ এর সেরা ১০ বোলার এর তালিকায় তিনি ৫ নাম্বারে আছেন।



এ ডি ম্যাথিউসঃ একজন শ্রীলংকান অলরাউন্ডার। ২০১৪ সালের ই সি সি এর অফিসিয়াল অল রাউন্ডার র‍্যাংকিং এ তার অবস্থান ৮ নাম্বারে। ২০১৪ সালের জানুয়ারি থেকে দলটি এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি। বাংলাদেশের কাছ থেকে টেস্ট ওয়ান ডে এবং টি-২০ জিতার পর এশিয়া কাপেও ছিল তারা অপরাজিত চ্যাম্পিয়ন দল। এবং সবগুলো ম্যাচেই মেথিউস দুর্দান্ত খেলেছেন।

বল এবং ব্যাট হাতে তিনি জ্বলে উঠলে দলটিকে হারানো কঠিন হয়ে যাবে। এছাড়াও এই দলে রয়েছে সাঙ্গাকারার মত অসাধারণ অভিজ্ঞ ম্যাচ উইনার ব্যাটসম্যান। দারুণ ফর্মে আছে মালিঙ্গা। বিশ্বের অন্য দলগুলোকে এই তিন জন মারাত্মক ভাবে টেনশনে ভুগাবে। এছাড়াও আছে অজান্তা মেন্ডিস যিনি ২০১৪ টি-২০ বোলার এ ৪ নাম্বারে অবস্থান করছেন তিনি জ্বলে উঠলে খবর আছে।



মোহাম্মদ হাফিজঃ ২০১৪ সালের আই সি সি এর অফিসিয়াল অল রাউন্ডার রেংকিং এ তার অবস্থান ১ নাম্বারে, টি -২০ বোলার এ ৬ নাম্বারে , ওয়নডে অলরাউন্ডার এ ১ নাম্বারে। ওয়ান ডে এবং টি -২০ তে তিনি বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার। ফিল্ডিং এও অসাধারণ। এছাড়াও দলটিতে আছে আফ্রিদি। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলো।

২০১৪ সালের আই সি সি এর অফিসিয়াল বোলার র‍্যাংকিং এ তার অবস্থান ১০ নাম্বারে এবং টি -২০ তে ৫ নাম্বারে অবস্থান করছে। আফ্রিদিকে আউট করতে না পারলে যে কোন বোলারকে চরম বেইজ্জত করবে। তিনি ভালো ফিল্ডিং ও করেন। এই দলের আর একজন বোলার হলেন সায়েদ আজমল। একজন ম্যাচ উইনার বোলার ।

ব্যাটসম্যানকে জায়গায় দাঁড করিয়ে রাখতে তার জুড়ি নাই। ২০১৪ সালের ই সি সি এর অফিসিয়াল টি -২০ বোলার র‍্যাংকিং এ তার অবস্থান ৩ নাম্বারে, ওয়ানডে বোলার র‍্যাংকিং এ ১ নাম্বারে, এবং টেস্ট বোলার র‍্যাংকিং এ ৫ নাম্বারে অবস্থান করছেন। দলটিতে আছে মিসবাহ উল হক যিনি দলটির ক্যাপ্টেন। তিনি ২০১৪ সালে বিশ্বের সেরা ১০ জন ওয়ানডে ব্যাটসম্যান এর মধ্যে একজন। এছাড়াও এ দলের কোন প্লেয়ার কিভবে কখন জ্বলে উঠে বলা মুসিবত।



ওয়াটসনঃ একজন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ২০১৪ সালের ই সি সি এর অফিসিয়াল টি ২০ অল রাউন্ডার র‍্যাংকিং এ তার অবস্থান ২ নাম্বারে, টি -২০ ব্যাটস ম্যান হিসেবে ৯ নাম্বারে এবং ওয়ানডে অলরাউন্ডার হিসেবে ৫ নাম্বারে অবস্থান করছেন। যেমন বোলিং তেমন ব্যাটিং । ফিল্ডিং ও দুর্দান্ত। এছাড়াও এই দলে আছে ক্লার্ক

২০১৪ আই সি সি অফিসিয়াল সেরা টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিং এ তার অবস্থান ১০ নাম্বারে। আছেন এম জি জনসন এর মত বোলার ২০১৪ সেরা টেস্ট বোলার র‍্যাংকিং এ তার অবস্থান ৪ নাম্বারে , সেরা টেস্ট অলরাউন্ডার এ ৫ নাম্বারে অবস্থান করছেন। আরো আছেন পি এন সিডল এর মত বোলার ২০১৪ সেরা টেস্ট বোলার র‍্যাংকিং এ তার অবস্থান ১০ নাম্বারে। আছেন ফিন্স এর মত মারমুখী ব্যাটসম্যান যিনি ২০১৪ সালের আই সি র‍্যাংকিং সেরা টি- ২০ ব্যাটসম্যান। আছেন ওয়ার্নার এর মত প্লেয়ার যিনি ২০১৪ সালের বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৫ নাম্বারে আছেন।



ক্রিস গেইলঃ যদি আউট না হয় কি হবে ভেবে পাইনা  দুর্দান্ত অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্যাটসম্যান । ২০১৪ টি-২০ অলরাউন্ডার এ তার অবস্থান ১০ নাম্বারে। এই দলে আছে চন্দরপাল এর মত অভিজ্ঞ ম্যাচ উইনার ব্যাটসম্যান ২০১৪ টেস্ট ব্যাটসম্যান হিসেবে যার অবস্থান ৩ নাম্বারে । এই দলে আরো আছে সামি যিনি ২০১৪ সালের সেরা টেস্ট অলরাউন্ডার এর মধ্যে ১০ নাম্বারে আছেন এবং ওয়ানডে অলরাউন্ডার হিসেবে ৮ নাম্বারে অবস্থান করছেন।

আছে নেরাইন এর মত বোলার আই সি সি ওয়ানডে বোলার র‍্যাংকিং এ যিনি ৩ নাম্বারে রয়েছেন। এই দলে আছে ডেঞ্জারম্যান ব্রাবো। ২০১৪ ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিং এ যার অবস্থান ১০ নাম্বারে। আরও আছেন স্যামুয়েলস। ২০১৪ সালের টি-২০ অলরাউন্ডার হিসেবে ৬ নাম্বারে আছেন।

আছেন ব্রাডীর মত বোলার ২০১৪ সালে সেরা ট-২০ বোলার এ তার অবস্থান ২।

এবি ডি ভিলিয়ারস একজন সাউথ আফ্রিকান। ২০১৪ সালে তিনি বিশ্বে সেরা টেস্ট ব্যাটস্ম্যান মধ্যে ১ নাম্বারে এবং ওয়ান ডে ব্যাটসম্যান এর মধ্যে ২ নাম্বারে আছেন। এই দলে আছে স্টেইন এর মত মত বোলার। যিনি টেস্ট র‍্যাংকিং এ বিশ্বের এক নাম্বার বোলার।

টেস্ট অলরাউন্ডার এ ৯ নাম্বার এবং ২০১৪ সালের আই সি সি র‍্যাংকিং এ ওয়ানডে সেরা বোলার এর মধ্যে ২ নাম্বারে রয়েছেন। আছেন হাশেম আমলা যিনি ২০১৪ সালের আই সি সি সেরা টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিং এ ৪ নাম্বারে আছেন। এই দলে আছে মরকেল এর মত বোলার। যিনি ২০১৪ সালের আই সি সি এর সেরা ১০ জন ওয়ানডে বোলার এর মধ্যে ৭ নাম্বারে আছেন।

এন্ডারসনঃ ইংল্যান্ড এর বোলার ।

তিনি ২০১৪ সালের আই সি সি র‍্যাংকিং সেরা দশ বোলার মধ্যে ৮ নাম্বারে আছে। একজন ম্যাচ উইনার বোলার ও ভাল ফিল্ডার। যদিও ৩ জমিদার এক জমিদারকেও আমি দেখতে পারিনা তবে তার বোলিং আমি খুব উপভোগ করি। এই দলে রয়েছে এ ডি হেইলস এর মত ব্যাটসম্যান যিনি ২০১৪ আই সি সি টি-২০ ব্যাটসম্যান র‍্যাংকিং এ ৩ নাম্বারে আছেন। আরো আছে ট্রট যিনি ২০১৪ সালের আই সি সি সেরা ওয়ানডে ব্যাটস ম্যান র‍্যাংকিং এ ৭ নাম্বারে আছেন।

আছে ম্যাচ উইনার বোলার ফিন যিনি আই সি সি র‍্যাংকিং ২০১৪ এর সেরা ওয়ানডে বোলার এর মধ্যে ৪ নাম্বারে রয়েছেন।

ম্যাকুলামঃ নিউজিল্যান্ড এর একজন ম্যাচ উইনার প্লেয়ার । বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং এ দুর্দান্ত। । তিনি ২০১৪ সালের আই সি সি র‍্যাংকিং সেরা দশ টি-২০ ব্যাটস এর মধ্যে ২ নাম্বারে এবং টি -২০ বোলার এর মধ্যে ৫ নাম্বারে আছেন।

নিউজিল্যান্ড দলে আরও আছে সাউদী ২০১৪ সালের আই সি সি র‍্যাংকিং সেরা দশ টেস্ট অলরাউন্ডার এর মধ্যে ৮ নাম্বারে এবং সেরা ১০ বোলার এর মধ্যেও ৮ নাম্বারে অবস্থান করছেন। এই দলের এম জি গুপ্তিল একজন ভাল ব্যাটসম্যান। ২০১৪ সালের সেরা ১০ টি-২০ ব্যাটস ম্যান এর মধ্যে ৭ নাম্বারে তার অবস্থান।

এছাড়াও জিম্বাবুয়ের মাসাকাডযা এবং নেদারল্যান্ড স্টুয়ার্ট অসাধারণ খেলেন।

গুড লাক টাইগার্স ।

গুড লাক বাংলাদেশ। বাংলাদেশের কোন ক্রিকেটার ক্রিকেট বোর্ড এর নোংরা রাজনীতির বলি না হলে ও টাইগাররা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে ফাইনাল খেলবে ইনশাআল্লাহ এই দোয়াই করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।