আমাদের কথা খুঁজে নিন

   

ভালো ছিলে?

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী

সেদিন-
তখনও কোনো দেহে ঠাঁই পাইনি,
শুধু একটা আত্মা ছিলাম যখন;
শত-সহস্র আত্মাদের ভিড়ে
হয়তো তুমি খুব কাছেই ছিলে,
বলেছিলে-
পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবে নাতো?
আমি বলেছিলাম-
একদম না!
কিন্তু সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছিলাম।
তোমাকে হারিয়ে ফেলেছিলাম।
তবু শুধু মনে হতো-
কী যেন চাই আমার,
কাকে যেন চাই!
তোমার আমার করা কত গল্পগুলো,
কোথা কোথা থেকে যেন বেড়িয়ে আসতো!
আমার শুধু মনে হতো-
কে যেন ছিল,
কী যেন ছিল?!
তারপর হঠাৎ একদিন
তুমি ঠিকই এলে,
দু'জন দু'জনকে ঠিকই চিনলাম,
সেই গল্পগুলোও ঠিক ফিরে এলো যেন!

ফিরে এলো না কেবল দুটো শব্দ-

ভালো আছো?


=আমার এতটা কাছে না এলেও পারতে।
আমিও তোমার অতটা কাছে না গেলে পারতাম।

কিন্তু কথা যখন ছিলই- দেখা হবে, কাছে আসা হবে
কতটা দিন আর মনের সীমানায় তারকাঁটা বেঁধে রাখা যেত!=

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.