আমাদের কথা খুঁজে নিন

   

মিশর কি জামাতীদের দখলে যাচ্ছে

মিসরের গণভোটের ফল গতকাল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি ভোটার ইসলামপন্থী সংবিধানটির প্রতি সমর্থন দিযয়েছেন। বিরোধিতা করেছেন ৩০ শতাংশ ভোটার। এই সংবিধানটি ইসলামপন্থীদের সহায়তা করবে। এটি সাবেক শাসক হোসনি মুবারকবিরোধী গণবিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

গণভোটের ফলকে স্বাগত জানিয়েছে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদাই । উল্লেখ্য ব্রাদারহুড বাংলাদেশের জামাতের মত কট্রর পন্থি দল। এদিকে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ঐক্যবদ্ধভাবে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গণভোটে দেশটির নতুন খসড়া সংবিধান গৃহীত হওয়ার পর তিনি এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো তিনি।

ইসলামপন্থী সমর্থকেরা বলছেন, নতুন সংবিধান গণতন্ত্র ও স্থিতিশীলতা সুসংহত করবে। উল্লেখ্য,রাজধানী কায়রো, দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া ও অন্য আটটি প্রদেশে ১৫ ডিসেম্বর প্রথম দফা গণভোট হয়। দ্বিতীয় দফায় অন্য ১৭টি প্রদেশে ভোট হয় ২২ ডিসেম্বর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।