আমাদের কথা খুঁজে নিন

   

ফন পার্সির হ্যাটট্রিকে শেষ আটে ইউনাইটেড

বুধবার রাতে গ্রিক দল অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৩-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ডের সফলতম দলটি। প্রথম লেগে অলিম্পিয়াকোসের মাঠে ২-০ গোলে হেরেছিল ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

এফএ কাপ ও লিগ কাপ থেকে আগেই ছিটকে পড়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও হাতছাড়া হতে যাচ্ছে। বাকি ছিল ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকার প্রশ্ন।

‘সেরা ষোলোর’ লড়াইয়ের প্রথম লেগে হেরে যাওয়ার পর কমপক্ষে তিন গোল দিয়ে ফিরে আসার সম্ভাবনাটা বড়ই কঠিন মনে হচ্ছিল। কিন্তু কী দারুণভাবেই না ঘুরে দাঁড়ালো ডেভিড ময়েসের দল।

প্রায় অসাধ্য সাধনের পথে ম্যান ইউয়ের যাত্রার শুরু ম্যাচের ২৪ মিনিটে। বল পায়ে ডি বক্সে ঢুঁকে পড়া ডাচ স্ট্রাইকার পার্সিকে অতিথি ডিফেন্ডার জোসে হোলেব্যাস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ঐ সুযোগ কাজে লাগিয়েই স্বাগতিকদের এগিয়ে দেন পার্সি।



১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লড়াইয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠা অতিথিরা। দারুণ দুটি সুযোগও তৈরি করে তারা কিন্তু স্বাগতিক গোলরক্ষক দাভিদ দি হিয়ার বাধা এড়াতে পারেনি দলটি।

বিরতির মিনিটখানেক আগে ব্যবধান দ্বিগুণ করেন পার্সি। আরেক স্ট্রাইকার ওয়েইন রুনির ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে দুই লেগ মিলে ২-২ সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ইউনাইটেড।



তৃতীয় গোলের জন্যেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে দুই লেগের এই লড়াইয়ে প্রথমবারের মতো দলকে এগিয়ে দেন পার্সি। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। চতুর্থ ডাচ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করলেন তিনি।

শেষ পর্যন্ত ঐ ৩-০ গোলের জয়েই শেষ আটে ওঠা নিশ্চিত হয় ম্যান ইউয়ের।



দিনের অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে ২-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলে ৫-৪ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ৪-২ গোলে জিতেছিল জার্মানির দলটি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।