আমাদের কথা খুঁজে নিন

   

যাদের মাথায় ঘিলু আছে তারা একটু এদিকে আসেন

পোস্টের বন্যায় ভেসে যাবে অন্যায় ১টা একটা প্রশ্ন নিয়ে চিন্তায় আছি। পারলে কইয়া যান প্রশ্নটা হইল এক কৃষক আপেল বিক্রি করার জন্য তাড়াহুড়া করে ১০ টি বস্তায় আপেল ভরে । তার কাছে শুধু ২ ওজনের আপেল ছিল , ৪০০ গ্রাম ও ৫০০ গ্রাম ওজনের এবং সব আপেল দেখতে একই রকম। ১০ বস্তার মধ্যে ৯ টি তে ৪০০ গ্রাম ওজনের আপেল আছে আর বাকী ১ বস্তায় ৫০০ গ্রাম ওজনের আপেল রয়েছে। প্রতিটি বস্তায় কমপক্ষে ১০ টি থেকে সর্বোচ্চ ২০ টি আপেল রয়েছে।

বাজারে একটি দাঁড়িপাল্লা আছে যেটিতে এক বস্তা জিনিস ওজন করা যায় টাকার বিনিময়ে আর কৃষকের হাতে যে টাকা আছে তা দিয়ে শুধু একবার ওজন করা সম্ভব। বলুন দেখি কৃষকটি কিভাবে বের করবে কোন বস্তায় ৫০০ গ্রাম ওজনের আপেল রয়েছে? ঊত্তর প্রত্যেক বস্তার গায়ে ১ থেকে ১০ পর্যন্ত চিহ্নিত করে, প্রতি বস্তা থেকে তার নাম্বার অনুযায়ী আপেল নিয়ে এক বস্তায় ভরে ওজন করতে হবে যেমন ১ নং বস্তা থেকে ১ টি , ২নং বস্তা থেকে ২ টি এভাবে। এরপর যে ওজন পাওয়া যাবে, যেমন ১০ বস্তা থেকে মোট ৫৫ টি আপেল পাওয়া যাবে। তাদের ওজন (৫৫ X ৪০০ গ্রাম ) = ২২ কেজি থেকে যত গ্রাম বেশি হবে , ৫০০ গ্রাম ওজনের আপেল তত নম্বর বস্তায় আছে। যেমন যদি ২২.৫ কেজি হয় ওজন , তার মানে ৫ নং বস্তায় আছে, কারন ৫ নং বস্তা থেকে ৫ টি আপেল নেয়া হয়েছে তাই ( ৫ X ১০০) ৫০০ গ্রাম বা ০.৫ কেজি বেশি হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.