আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহের দেনমোহর !!!

দুর্বার প্রতিক

আচ্ছা, বিবাহের দেনমোহরের ব্যাপারে দেশীয় সংস্কৃতিতে আমার কিছুটা আপত্তি আছে ?

- সেদিন এক ভাইকে দেখলাম ১৩ লক্ষ টাকার দেনমোহর স্বাক্ষর করে বিবাহ করতে। আমরা পুরুষরা যারা কামাই করি, দেনমোহরের টাকা পরিশোধ করতে গেলেই কিন্তু তার হুতাশহাতুশ অবস্থা হওয়াটা অস্বাভাবিক কিছুনা, সারা বছরের কামাই বিয়েতেই শেষ, তার উপরে বাড়তি ঝামেলা তো থাকেই। ক্ষমতার বাইরে দেনমোহর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক ??

অপরদিকে দেনমোহরের টাকা পরিশোধে ও বিয়ের অনুষ্ঠানে বিবাহ বাবদ খরচ মেটাতে অনেক সময় ধার -দেনা - সুদী কারবারে-ব্যাঙ্কিং লেনদেনে জড়িয়ে পড়তে হয় :- ঋণের বোঝা ঘরে নিয়ে ঘর বসানো পোলার ঘানি কেডায় টানবো ??

দেনমোহর বিয়ের সাথে সাথে দিতে না পারলে ঠিকই নিজের নতুন বৌএর কাছে ইনিয়ে বিনিয়ে আলতো - রসুন মাখিয়ে সময় চেয়ে নিতে হবেই, স্ত্রীর অনুমতি ব্যতিত দেনমোহর পরিশোধের (তাও আবার আগে ভাগে কিছু পরিশোধ হওয়া চাই) বিন্দুমাত্র অনুমতি নাই।

বলি, পুরুষেরা যাবে কয় :- বিয়ের পরে বউরে পোলার শ্বশুর খাওয়াইবো ?? খাওয়াইলে তো লোকের মুখেরও অভাব নাই !!!

একটু বলেন তো ভাই বেরাদার :- দেনমহরটা আসলে চাপিয়ে দেবার জিনিস নাকি সাধ্য-কলানোর মত ব্যাপার ?? আর চাপিয়ে দিলে আমাদের করণীয় কি ?

আমাদের সচেতনতা বৃদ্ধিতে প্রবাসী পাত্র পাত্রী গ্রুপে আপনিও অংশগ্রহন করতে পারেন : Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।