আমাদের কথা খুঁজে নিন

   

বোলিং-ফিল্ডিং নিয়ে জার্গেনসেনের দুশ্চিন্তা

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল জিতছে বলে আমি খুশি, কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তবে ফিল্ডিংয়ে আরো উন্নতি করতে হবে। বোলিংয়ের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। বিশেষ করে ডেথ ওভারে আরো ভালো বল করা খুব জরুরি।



এশিয়া কাপ শেষে দুই দিনের বিরতি পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। জার্গেনসেন মনে করেন, সেই ছোট্ট বিরতি খেলোয়াড়দের মনোযোগ ফেরাতে খুব কাজে লেগেছে।

“টানা তিন মাসের ব্যস্ততার পর এটা আমাদের দারুণ স্বস্তি দিয়েছে। মাত্র দুদিনের জন্য হলেও ছেলেরা প্রয়োজনীয় বিরতি পেয়েছে। আমিও বিশ্বকাপের সূচির দিকে মনোযোগ দেয়ার সুযোগ পেয়েছি।

সে সময় অনেকেই চোটে পড়েছিল। তবে সব প্রতিকূলতা পেছনে ফেলে আমরা ছন্দে ফিরেছি। ”

টানা হারের মধ্যে থাকলেও কখনো ‘শিষ্য’দের ওপর থেকে আস্থা হারাননি জার্গেনসেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, কঠোর পরিশ্রমের সুফল আসবেই।

“জেতার মতো ম্যাচগুলো খুব কাছাকাছি গিয়ে আমরা হারছিলাম।

তবে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম। আমরা জানি, এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই টি-টোয়েন্টি উপযোগী ক্রিকেট খেলার চেষ্টা করেছি। তাতেই সাফল্য এসেছে। ”

“আমার দৃঢ় বিশ্বাস, কঠোর পরিশ্রম করে নিজের কাজ ঠিকভাবে করতে পারলে তার সুফল পাওয়া যাবেই।

ম্যাচের মধ্যে যে কিছু ভুল করছিলাম, তা আমরা ভালো মতোই জানি। তবে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়েছে,” যোগ করেন তিনি।

এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব নিয়ে দুর্ভাবনা থাকলেও এখন এটাকে দলের জন্য ‘প্লাস পয়েন্ট’ হিসেবেই মনে করেন জার্গেনসেন।

“ছয় মাস আগে থেকে এই বাছাই পর্ব নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তবে চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগে এটা আমাদের কয়েকটি বাড়তি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।