আমাদের কথা খুঁজে নিন

   

সে তোমার চিরঞ্জীব বন্ধুঃ সে আয়না

প্রিয়তমার অর্ধচন্দ্রাকৃতি হালকা গোলাপী ঠোঁট আর তার অসংখ্য অগণিত অগভীর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা চৌম্বকসম কামনার ডাক , কতবার প্রতারিত করেছিল তাকে, তার হিসাব রাখা হয়নি। এরপরও কাছে গিয়েছিল সে, নির্ভেজাল জোসনার আলোর মতো মন নিয়ে, তার শরীরের অস্পর্শ গন্ধ আকৃষ্ট করেছিল, শত সহস্রবার। এইবারও প্রতারিত হলো সে। একটা ধাক্কা দিল, স্বজোরে। ছিটকে পড়লো মন, রেলগাড়ী যেমন করে পড়ে যায়, লাইনচ্যুত হলে।

তারপর বহুকাল নিরাবতার পর , একটা উৎকৃষ্ট বন্ধু খুঁজে পেল মন। দেয়ালে ঝুলানো আয়না। এই আয়না তার সাথে কখনো প্রতারণার খেলা খেললো না। অন্ততঃ সে যখন হাসে, আয়নাটা মানুষের মতো বিদ্রুপ করে না। আয়নাটা চেষ্টা করে তার মতো করে হাসতে।

সে কাঁদলে আয়না হাসে না। আয়না আর সে, আজ দারুন বন্ধু এক। আয়না । আয়না তোমার সাথেও প্রতারণা করে না। এমনকি তুমি যদি প্রতারণার চেষ্টাও করো, তবু।

আজ সে আয়নাকেই ভালোবাসে বড় বেশী। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.