আমাদের কথা খুঁজে নিন

   

ষড়ঋতু সাজ



ষড়ঋতয় সিক্তমন, ধন্য আমার ধন্য জনম ।
পল্লী মা-গো তোমার কোলে দোলে
তুমি আমায় তৃপ্ত করলে নানান ফুল ও ফলে ।
গ্রীষ্মে তুমি দিলে অগাধ রসালো ফলমুল
আম-কাঠাল-জাম স্বাদে গন্ধে মন করে আকুল ।

কুন্দ, কেয়া, কুসুম, শাপলা বর্ষার ফুল কুদুম ।
সুজলা-সুফলা বাংলা সুবাসে বিভাসে –
চাপা, বেলী, বকুল, কবরী গ্রীষ্মকালে হাঁসে ।


শরত-হেমন্তে ফুটে ফুল-কামিনী পলাশ
রাঙে তুলে শারদ রজনী শেফালির সুবাস ।

শীতের কুয়াশায় ঝরে মুকুল, গন্ধে মননেয় হরে ।
রজনীগন্ধা চন্দ্রমল্লিকা দোপাটি আর গাদা
সুর্য্যমুখী আর আতসি, গোলাপ লাল- সাদা ।
ঋতুরাজ বসন্ত দোলে মন করে ব্যাকুল
টকটকে লাল কৃঞ্চচুরা শ্রী-মণ্ডিত শিমুল ।

মধুরসা ফাগুন মাসে স্নিগ্ধ ঝরা হরষ পরশে ।


আকুল করে কোকিল কুজন গান
বন বিজনে মাতাল হাওয়ায় হরষে জাগে প্রাণ ।
ফুল ফসল আর ফলে তুষা অনুরাগ সুবাস
বাংলা মা’গো বিশ্বের মাঝে সুন্দর তব পল্লী নিবাস । ।

সোর্স: http://prothom-aloblog.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।