আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে বা মোবাইলে টি২০ দেখবেন কি ভাবে।

আমি এলিয়ান না, তবে মাঝে মাঝে মনে হায় অন্য গ্রহ থেকে এসেছি.. ! :-)

বাংলাদেশ টিভিতে খেলা দেখাইতেছে। কিন্তু অন্যান্য দেশ থেকে যারা খেলা দেখতে চান তাদের জন্য কিছু ওয়েব সাইট খুজে বেড় করেছি।

প্রথমটা http://www.sportsstream.info

এই সাইটের মজা হচ্ছে এটাতে বিরক্তিকর এড নেই। কিছু এড আসে প্রথমে। ৩০ সেকেন্ডের মধ্যে তা চলে যায়।

একাদিক চ্যানেল আছে। একটা কাজ না করলে সহজে অন্যটাতে সুইচ করতে পারেন। HD অথবা সাধারন মানের ভিডিও দেখেতে পারেন আপনার নেটের স্পিড অনুযায়ে।
এই সাইটে সব খেলা দেখতে পারবেন। বোনাস হিসাবে পাবে ইংলিশ প্রিমিয়ার লিগ, চেম্পিয়াল লিগ আর অন্যান্য ফুটবল ম্যাচ।

ইচ্ছা করলে বুকমারক করে রাখু।
আর কিছু সাইটের ঠিকানা নিচে দিলাম। উপরের সাইট না পাওয়ার আগে আমি নিচের সাইটগুলো ব্যাবহার করতাম । তবে এড এর জালায় বিরক্ত
http://www.crictime.com/ crickete365.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।