আমাদের কথা খুঁজে নিন

   

ইএ সার্ভার হ্যাকড

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইএ সার্ভার  থেকে হ্যাকারদের পরিচালিত ওই সাইট ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড চায়। আইডি পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের দ্বিতীয় একটি পেইজে পাঠিয়ে  দেয় সাইটটি। দ্বিতীয় পেইজটি তখন ইউজারকে বিভিন্ন ব্যক্তিগত ও ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য নিশ্চিত করতে বলে।

হ্যাক করা সার্ভার থেকে নতুন সাইট তৈরি করে ব্যহারকারীদের তথ্য চুরির এই পন্থাকে বলা হয়ে থাকে ‘ফিশিং (phishing)’। সাইবার অপরাধীরা এ ধরনের ‘ফিশিং’ সাইট তৈরি করে হরহামেশাই।

এদিকে নিজেদের সার্ভার হ্যাক হওয়ার খবর নিশ্চিত করেছে ইএ কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির সার্ভার হ্যাক হওয়ার ঘটনা আবিষ্কার করে ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি নেটক্রাফট। নেটক্রাফট কর্মী পল মাটনের এক ব্লগ পোস্ট অনুযায়ী পুরনো ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের দুর্বলতার সুযোগ নিয়ে সার্ভারটি হ্যাক করেছে সাইবার অপরাধীরা।

ইএ সার্ভার হ্যাক হওয়ার ঘটনা এটাই প্রথম নয়।

বছরের শুরুতেই আরও একবার হ্যাক হয়েছিল শীর্ষ ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠানটির সার্ভার। ওই ঘটনায়ও বিপাকে পরেছিলেন ইএ-র তৈরি অনলাইন গেইম এবং বিভিন্ন সেবাগ্রাহকরা।

সার্ভার হ্যাকের ঘটনা ইএ-কে জানানো হলেও হ্যাকারদের ‘ফিশিং’ সাইটটি বহাল তবিয়তেই আছে বলে জানিয়েছেন মাটন।

অন্যদিকে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ইএ-র বক্তব্য-- আমাদের কাছে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন তদন্ত করছি এ ব্যাপার নিয়ে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।