আমাদের কথা খুঁজে নিন

   

আমার মত ক্রিকেট পাগল এক ভক্তের কয়েকটি প্রশ্ন আপনাদের উ্দ্দেশ্যে এবং আমাদের অধিনায়ক মুসফিকের কাছে ।

এই দেশটা আমার, আপনার, আপনাদের সবার, আসুন দেশটাকে ভালবাসি।

আজকে আমাদের হারার মুল কারন যেটি মনে হয়েছে তা হল:
১৪ ওভার শেষে হংকং এর রান ছিল ৭৩/৫, শেষ ছয় ওভার মানে ৩৬ বলে দরকার ছিল ৩৬ রান।
তখন মাহমুদুল্লার বোলিং ফিগার ছিল ৩-০-১০-১ তার আগে শুরু থেকেই আমাদের ফাস্ট বোলার রা যেভাবে মার খেয়েছে তা সত্বেও আমাদের অধিনায়ক সাব্বির এবং নাছিরের মত স্পিন বোলিং কে ব্যাবহার না করে ১৫ তম ওভার রুবেল কে দিয়ে করিয়ে রান দিয়েছ্বেন ৭ রান, তার পার ১৬ তম ওভার মাহমুদুল্লা কে দিয়ে করিয়ে ১৭তম ওভার করিয়েছেন ফরহাদ রেজা কে দিয়ে , ওই ওভারে ফরহাদ রেজা ১৫ রান দিয়ে ম্যাচটাকে হাত থেকে ফেলে দিয়েছেন
যেখানে ১৬ তম ওভার পর্যন্ত পেসার রা বোলিং করেছেন ৬ ওভারে ৪১ রান, আর স্পিনিং বোলিং থেকে রান এসেছে ৯ ওভারে ৩৬ রান ৫উইকেট,
সেখানে একজন অধিনায়ক কি করে ফাস্ট বোলার দিয়ে বোলিং করান তা আমার মত একজন খুদ্র ক্রিকেট পাগলের মাথায় না ও ঢুকতে পারে
মুসফিক, যখন আর কিছুই করার নেই , যখন হারা নিশ্চিত হল তখন কেন ১৮ তম ওভারে রাজ্জাক কে এবং ১৯তম ওভারে সাব্বির কে বোলিং এ আনলেন? এটা জানতে ইচ্ছে করে।
জীবকে কোন একদিন যদি মুসফিকের সাথে দেখা হয় সেই হয়তো তার সদুত্তর পেলে তার প্রতি আমার ভুল ধারনা ভাঙতে পারে।
নুতবা সারা জীবনেই মনে হবে এই ম্যাচটাও কোন কোন ভাবে ফিক্সিং এর জড়িত।
অনেকেই হয়তো বলবেন খারাপ সময়ে আমাদের খেলোয়াড় দের পাশে না খেকে পাগলের মত প্রলাপ বকছি , তাদের কে বলবো, দু:খিত ক্ষমা করবেন এই হার মেনে নেওয়া যায়না, তাই মেনে নিতে পারলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।