আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে হারিয়েই ছাড়ল হংকং

প্রতিপক্ষ হংকং। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই যারা নেপাল ও আফগানিস্তানের কাছে হেরেছে অনায়াসে। আর সেই নেপাল ও আফগানিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে হংকংকে প্রতিপক্ষ হিসেবে যেন গুরুত্বই দেয়নি টাইগাররা। সে কারণে হেরে চরম মূল্য দিতে হলো বাংলাদেশকে।

যদিও নেট রানরেটে এগিয়ে থেকে সুপার-টেন নিশ্চিত করেছে মুশফিকরা। কিন্তু হংকংয়ের মতো 'ক্রিকেট শিশু'র কাছে হেরে কাল লজ্জাই পেল টাইগাররা।

কাল প্রথমে ব্যাট করে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০৯ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেটে জিতে যায় হংকং। আগের দুই ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।

কাল হংকংও বাংলাদেশের বিরুদ্ধে তাদের জয় জন্য নিশ্চিত করে ছক্কা হাঁকিয়েই। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনো দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে হংকং।

কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায় মুশফিকরা। হংকংয়ের মতো দলের কাছে ১৬.৩ ওভারেই বাংলাদেশের দশ উইকেটের পতন! বিস্ময় কাটে না ভক্তদের। বাংলাদেশের মোট সাত ব্যাটসম্যান আউট হয়েছেন দুই অঙ্কের কোটায় পৌঁছার আগেই।

এর মধ্যে চার ব্যাটসম্যান নিজের নামের সঙ্গে কোনো রানই যোগ করতে পারেনি।

এর আগের ম্যাচে আফগানিস্তানকে ৯ রানে হারায় নেপাল।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.