আমাদের কথা খুঁজে নিন

   

এই হার অগ্রহণযোগ্য: মুশফিক

২ উইকেটে লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “এই হার খুবই হতাশাজনক। দলের প্রত্যেকই বুঝতে পারছে, এই হার কতটা অগ্রহণযোগ্য। ”

অবশ্য হংকংয়ের কাছে এই হারকে অঘটন হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

“এ টুর্নামেন্টে অনেক অঘটন ঘটেছে, আমরাও আজকে হারলাম। নিজেদের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে।



এই হারের পরও শ্রেয়তর রানরেটে নেপালকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠে গেছে বাংলাদেশ। সেখানে বড় দলগুলোকে হারিয়ে ‘অঘটন’ ঘটানোর প্রত্যাশা মুশফিকের, “সুপার টেনে আমরাও আমাদের দিনে যে কাউকে হারাতে পারবো। “

ব্যাট আর বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে ‘সুপার টেনে’ তুলতে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিংয়ে ম্যাচে বাংলাদেশের সেরা এই খেলোয়াড়ের প্রশংসা করলেন অধিনায়ক। তবে সাকিব ও তার নিজের আউটের পর ব্যাটসম্যানরা উইকেটে টিকতে পারেনি দেখে অসন্তুষ্ট মুশফিক।



২৭ বলে ৬টি চারের সাহায্যে ৩৪ রান করে সাকিবের বিদায়ের পরেই খেলার চিত্র পাল্টে যায়। এরপর স্বাগতিকদের ইনিংস টেকে আর মাত্র ৩৫ বল। ২৩ রানে তারা হারায় শেষ ৭ উইকেট।

মুশফিক জানান, পরবর্তী ব্যাটসম্যানদের উইকেটে টিকে থাকার নির্দেশ ছিল। তা তারা শোনেননি দেখেই ২১ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।