আমাদের কথা খুঁজে নিন

   

মদন বাবুর সদন নাই / শাফিক আফতাব /



মদন শুধু সদন খোঁজে
পবন পেলে চক্ষু বোজে।

চক্ষু বুজে পায় কিন্তু
সুরার সুধার তান
অমনি সে গেয়ে ওঠে
মদির মধুর গান।

মদন এলে রমণ আসে
আমার মনের কোনে
কানে কানে কথা বলে
অতি সংগোপণে।

মদন বাবু বেজায় কাবু
উধ্বগতির দিনে
জর্জরিত কিন্তু সে আজ
মস্ত বড় ঋণে।

মদন বাবুর সদন নাই
এই শহরের কোলে
চিরকুমার থাকছে সে আজ
দেশের গণ্ডগোলে।
২০.০৩.২০১৪
মদন বাবুর সদন নাই /
শাফিক আফতাব /

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।