আমাদের কথা খুঁজে নিন

   

অস্বাধীনতা

লাল সবুজ পতাকা উড়াইয়া নিষ্পাপ দেশপ্রেম
জানে না কি তাহার , অর্থের সজীবতা
না বলিয়া কথা রাখো, মোর চিন্তার অন্তরালে
না দেখিয়া শুধু করো, মোর গভীর দ্বীপে বসবাস।

কাহারি জন্যে , কাহারি নহে , অপেক্ষায় সময়
জন্মের আটত্রিশ বছর কাটিয়া , নীরবে
অস্বাধীনতায় ।

রাজনীতির খেলাঘরে , ক্ষমতার লোভে , মিথ্যে প্রতিশ্রুতি ,
জীবনের সব অনুধাবন হইলো শেষে ভিটে মাটি
সরকার হইয়া পরে দেখিবো নে বাংলাদেশ।
যেখানে রীতিহীন বাকযুদ্ধ , অসামাজিক হিংসার লীলাখেলা ,
অদৃশ্য শোষণ , অকালেই হত্যা আর অবিচারে নির্বিচার,
সরকার হইয়া পরে দেখিবো নে বাংলাদেশ।

কাহারি জন্যে , কাহারি নহে , অপেক্ষায় সময়
জন্মের আটত্রিশ বছর কাটিয়া , নীরবে
অস্বাধীনতায়।



মুক্তিযুদ্ধ মোরা করিয়া আসিনি , করিয়াছে দেশ নেতা নেত্রি
একই ইতিহাস বারে বারে করো বিকৃতি,
এর আমলে এই নাম হইলো নামকরণ
ওই আমলে বদলাইয়া যায় নামকরণের নামমরণ,
এই কি দেখিয়া বুঝি মোরা জনগণ,
মাথায় কেন ঘোরে না মোদের এ দেশেতে নাই সমগণ।
বারে বারে মোরাই করি ওদের আসন
চিন্তা না করিয়া দেখিলে নয় , পার হইয়া যায় দিনবদলের ক্ষণ,
গনতন্ত্রের শিকার মোরা , যদি ও গনতন্ত্র নহে ঠিক
আমি বলি সমাজ মানুষ মোরা , সাম্যবাদী দিক।

কাহারি জন্যে , কাহারি নহে , অপেক্ষায় সময়
জন্মের আটত্রিশ বছর কাটিয়া , নীরবে
অস্বাধীনতায় ।

স্বাধীনদেশ পাইয়্যা ও , পাই নাই স্বাধীনতা
কি বা হয় একবার যদি ভাঙ্গি অস্বাধীনতা । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.