আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাংলাদেশ

আমার দেশের সবুজছায়া
মনে আনে শান্তি,
উদার আমার দেশের মানুষ
নেইতো কোনো ভ্রান্তি।

আমার দেশের অপার নদী
মধুর ফল্গুধারা
নায়ের মাঝি গান গেয়ে যায়
পরান পাগল করা।

আমার দেশের পাখপাখালি
রূপ ও কলতানে,
ভাব এনে দেয় বাউল মনে
ফুটিয়ে তোলে গানে।


আমার দেশের সুনীল আকাশ
দূর দিগন্তে মেশে,
সাগর জলে পা ধুয়ে যায়
পাহাড়টাকে ঘেঁষে।

আমার দেশের লাল সবুজটা
কী স্নিগ্ধ আবেশ
ধন্য আমি, মুগ্ধ আমি
আমার বাংলাদেশ।।

সোহেল আহমেদ পরান

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.