আমাদের কথা খুঁজে নিন

   

সম্পকের্র প্রশ্ন

সম্পর্কের গভীরতা খুঁজে বেড়াই ---
করতোয়া, কপোতাক্ষ, কালনী থেকে শুরু করে আমাজান পর্যন্ত ।
শামুক,ঝিনুক এমন কি কাকড়াঁ হয়ে এই পথে ।
আহা কি সম্পর্ক -
পাতিহাঁস,গাংচিল
অথবা
নিতান্ত খড়কুটো কুড়ে বেড়ানো একজোড়া শালিক যেমন ।
প্রথম প্রেম, আর কী বিস্ময়করভাবে ভালোবাসে তাকে
প্রশ্ন করে নিজেকে ?
কিন্তু কে সে - যে প্রশ্ন করে !
অথবা কে সে, যে তার প্রশ্ন শোনে !
কে সে, যাকে সে প্রশ্ন করে ?
সম্পর্কের গভীরতা আর প্রশ্ন, আরো প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন
প্রশ্ন আর প্রশ্ন
দারুনভাবে ঘিরে ধরে - প্রশ্ন গভীরতার সূত্র টেনে ধ’রে
আর ভাবে
প্রিয়তমা, বড় বেশী আত্ন কেন্দ্রিক তুমি -- বড় বেশী ।
কী করে গভীর হয় সম্পর্ক বলো, কী করে
কী করে একটা বৃক্ষ রোপন করি - জল দিই , যত্ন দিই
একা, এক পক্ষ হয়ে ।
কী করে
করতোয়া, কপোতাক্ষ, কালনী থেকে শুরু করে আমাজান পর্যন্ত
সম্পর্কের নুড়ি খুজি শামুক,ঝিনুক অথবা কাকড়াঁ হয়ে ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.