আমাদের কথা খুঁজে নিন

   

স্টুডেন্ট ভিসা কাউন্সেলিং : : দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টায়



স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্মের কথা শুনলেই প্রথমে মনে পরে “স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর নামে প্রতারণা” জাতীয় নিউজ।

আমি কিছু মানুষকে চিনি যারা আদমদালাল বলে পরিচিত। তারা শ্রমিকদের ভিসা রিলেটেড কাজের পাশাপাশিস্টুডেন্ট ভিসার শিক্ষিত অশিক্ষিত লোক মালয়েশিয়ায় নিয়ে আসত। বেশিরভাগ সময়ে তাদের অনেক দেরি হত এবং এনিয়ে সংঘাত পর্যন্ত হত। এদের সমস্যাখুজতে গিয়ে দেখি অনেকগুল সমস্যার মধ্যে অন্যতম হল এরা আগেই অনেক টাকা নিয়ে থাকে এবং যখন আনতে না পারে তখন টাকা ফেরত দিতে অসমর্থ হয়।


আরেকটি হল সাত দিনে ভিসার গ্যারান্টি, পনের দিনে ভিসা গ্যারান্টি, নকল এপ্রুভাল প্রদান, এমন ও দেখা গেছে এপ্রুভাল বের ই হয়নি অথচ স্টুডেন্ট পনের দিনধরে ঢাকায় এসে বসে আছে।
অনেক কনসালটেন্সি ফার্মে মালয়েশিয়া নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে অথচ তাদের কোন প্রতিনিধি নাই।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটি একটি প্রতারনার ও ঘৃণিত ব্যবসায় পরিণত হয়েছে।
কিন্তু অন্যান্য দেশি এই ব্যবসা অনেক বেশি জনপ্রিয়। তারা কোন প্রতারণার সঙে যুক্ত নয়।

বিশেষ করে মালয়েশিয়া এমন একটি দেশে পরিণত হয়েছে যে অনেকউন্নত এশিয়ান দেশ, মধ্যপ্রাচ্যের দেশের স্টুডেন্টরা মালয়েশিয়ায় পড়তে যায়, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হল বিশ্বমানের পরাশুনা ও কম খরচে থাকাখাওয়ার ব্যবস্থা।

এবার আমাদের দেশের স্টুডেন্ট এর কথা বলি যারা আসে তাদের ৮০% কাজ করে লেখাপড়ার (সত্যি কথা হল কাজ করার জন্য) আর ২০% সত্যিকারেরলেখাপড়ার জন্য। আর এদের বেশির ভাগই আসে এজেন্ট এর মাধ্যমে আর তারা তাদের এজেন্টদের উপর বিরক্ত কারণ তারা সঠিক ইনফরমেশন পায় নাই।
আরেকটি বড় প্রবলেম হল মালয়েশিয়া আসার পর তাদের সাপোর্ট দেয়া। যেমন তাদের রিসিভ করা, আগে থেকে বাসা ঠিক করা, মেডিকেল করানো, ভিসার ব্যাপারে সাহায্য করা, কাজ ঠিক করে দেয়া, তাদের সময় উপযোগী পরামর্শ দেয়া।



আমরা বিভিন্ন কোর্স এ যেমন (সার্টিফিকেট, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, এমবিএ) সর্বনিম্ন খরচে ভর্তি করিয়ে থাকি। মালয়েশিয়া আসার পর স্টুডেন্টদের সর্বাত্বক সহযোগিতা করে থাকি।

আপনি যদি সঠিক ইনফরমেশন দিয়ে সততার সাথে কাজ করতে পারেন তাহলে আপনি লাভবান হতেপারেন অল্পপুঁজি দিয়ে বা আপনার যা কিছু তাই দিয়ে শুরুকরতে পারেন। আমি চেষ্টা করব এই সেক্টরে সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে।
আমার ফার্মের সাথে কাজ করতে চাইলে আপনাকে সৎ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করতে হবে।


আপনার যদি কোন অফিস থেকে থাকে তাহলে আরেকটি শাখা খুলতে পারেন আর না থাকলে কাজ শুরু করতে পারেন পজিটিভ দেখলে অফিস খুলতে পারেন।
আপনি যদি অন্যকোন দেশ নিয়ে আগে থেকেই কাজ করেন তবে এখন মালয়েশিয়া নিয়ে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার স্বনির্ভর কাজ আপনাকে এনেদেবে আরো বেশি আত্ববিশ্বাস।
বিস্তারিত জানতে কোন ধরনের দ্বিধাদন্দ্ব না করে যোগাযোগ করতে পারেন।

INTAKE MAY
""""Diploma in Information Technology
Duration: 2 Years and 6 Months
Intake: May 2014
Course: Diploma in Information Technology
~ NO SERVICE CHARGE OR CONSULTATION FEES.
~ NO IELTS OR BANK STATEMENTS REQUIREMENT.""""

যোগাযোগঃ
Exa Education
Cell: +6 0103731530
Email:



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।