আমাদের কথা খুঁজে নিন

   

সুনীল-বরুনা এবং আমি।

বোকা একজন মানুষ। খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলি। ভালো মানুষ ছিলাম না কোন কালেই, তবে নিষ্ঠুর মানুষ হওয়ার চেষ্টারত........।

প্রেয়সী,
সুনীল তাঁর বরুনার জন্যে ১০৮ টা নীলপদ্ম এনেছিলো,মনে হয় সুনীলের কাছে এর চেয়ে বেশী কেনার টাকা ছিলোনা। সুনীল বরুনাকে যে পরিমান ভালবাসত টাকা থাকলে হয়তো আরোও বেশী নীলপদ্ম কিনে আনত।

প্রেয়সী তুমি জান আমার পকেটের অবস্থা ইদানিং খুব খারাপ যাচ্ছে,তাই তোমাকে ১০৮ টা নীলপ্দ্ম না দিতে পারলেও ১০৮০ টা গাদা ফুল ঠিক দিতে পারব (কারণ গাদা ফুল কেনা লাগবেনা,আমাদের বাড়িতে আছে)। সুনীল বরুনার জন্যে দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধেছিলো,আমি পারবনা। কারণ তুমি জান আমি ষাঁড় দেখলে চরম ভয় পায়। সুনীল বরুনার জন্যে জীবনকে নিয়েছিলো হাতের মুঠোয়,আমি দেশ ছাড়া কারও জন্যে জীবন কে হাতের মুঠোয় নিতে পারবনা,কারণ আমি কখনো দেশের চাইতে বেশী কাউকে ভালবাসতে পারবনা। এটা চরম সত্য যে তোমাকে অনেক বেশী ভালবাসি,তাই বলে তোমাকে খুশি করার জন্যে কোন প্রকার চাপা মারতে পারবনা।

শুধু এতটুকু বলব- তোমাকে ভালবাসতে পারব অপুরন্ত অপরিমেয়। আশা রাখি তুমি সুনীলের বরুনার মত আমাকে ভূলে যাবেনা।
- ইতি তোমার আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।