আমাদের কথা খুঁজে নিন

   

"মেঘলা আকাশ কিংবা স্বপ্নের হাতছানি" (রিপোস্ট)

ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে ”মেঘলা আকাশ কিংবা স্বপ্নের হাতছানি” (সনেট) নীল গগণে আজি মেঘের ঘনঘটা, সোনালী সূর্য কোথা তারে পাইনা দেখা, সকাল বেলায় আবার ঘন কুয়াশা, ছেয়ে ফেলে জীবনের স্বপ্নময় আশা, হারিয়েছে আলো আজি অন্ধকার ধায়, অশান্তের আগুনে এ জীবন ভস্মি ছাই, জীবনে মহাপ্লাবন এল বুঝি ধেয়ে, কাঁদছি অযথা কেন আজি মিথ্যা ভয়ে। এসময় নহে ওগো বসিবার ঘরে, সামনে চলো ভাই ভয়ে যেয়োনা সরে, মৃত্যুর দল শোন ছাড়িছে হুংকার, বেরিয়ে এসো তুমি আজি নাই নিস্তার, যৌবন বেগে হে সাহসী সামনে যাও, নাহি ভয় অযথা কেন পিছন চাও ? মো. ইমরোজ আহসা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।