আমাদের কথা খুঁজে নিন

   

আমার এ আয়োজন সব তোর জন্য (ছবি ব্লগ)

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না। আমার ছেলেটা। এই বিদেশ বিভুইয়ে পরিবারের অন্য মানুষগুলোকে কাছে পায় না। দাদু-দিদাকে কাছে পায় না, তাদের আদর থেকে বঞ্চিত।

ঘুরে-ফিরে শুধু বাবা-মায়ের মুখ দেখে। ছেলেটার আজকে ৬ মাস পূর্ণ হলো। ১ মাস পার হয়ার পর ইচ্ছা ছিল ওর ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে দেই। হলো না। তারপর এখানকার রীতি অনুযায়ী ১০০ দিনে মজা করব-তাও হলো না।

৬ মাসে ভাবলাম একটা কেক এনে কাটি--তাও হলো না। আজকে ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। সুঁই ঢুকানো দেখে ছেলের কান্নার সাথে মনটাই খারাপ হয়ে গেলো। কিছুই যখন হলো না ভাবলাম সামুতে ওর ঘরের কিছু ছবি দেই। আশা করছি আপনাদের ভাল লাগবে।

ক'দিন আগেও আমাদের ঘর ছিল একদম সাদামাটা। ঠিক এরকম। পায়ের কাছের দিকের দেয়াল এখন ঘরের ছাদ এমন হাতের ডান পাশের দেয়ালটা এরকম ঝুনঝুনি দেয়ালের এক পাশ আরেকটা পাশ দেয়ালের অন্য অংশ আমার কম্পিউটার টেবিল দখন হয়ে গেছে। এই দখলে খারাপ লাগা নেই। বিল্লি রেকটা নতুন এসেছে।

বিল্লি চায়নিজ পুতুল (ওর খেলার সাথী) জাপানীজ পুতুল (বেশী পছন্দ করে বলে মনে হয় না) ঝুলুনি সবশেষে আমাদের মহারাজ সবাই ওর জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া নিয়ে ও যেন সত্যিকারের মানুষ হতে পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.