আমাদের কথা খুঁজে নিন

   

সময়ে-অসময়ে

মানুষ হিসেবে বেশ বোকা ও বন্ধুসুলভ । চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে । অবাক হই এদেশের রাজনীতি দেখে । তবু লেখালেখিতে ভালোবাসা , আবেগ , অনুভূতি আর কষ্টকে প্রাধাণ্য দেই । জোছনার মাদকতা আমায় টানে ।

বৃষ্টির শব্দে জুড়ায় আমার প্রান । কফি বা চায়ের কাপে চুমুক দিয়ে

:তোমার সাথে রিলেশান করে জীবনটা শেষ। এত চিপ মাইন্ডের ক্যান তুমি ?
- আমি সস্তা মানসিকতার ? একগাদা ছেলের মাঝে জড়িয়ে বসার অর্থ কি ?
: ছিঃ ছিঃ তুমি আমার বয়ফ্রেন্ড ! লজ্জা লাগে । এত ব্যাকডেটেড । ওরা আমার বন্ধু ।


- বন্ধুত্ব কি শরীর বিলিয়ে দিয়ে হয় ।
: হ্যা । আমি রাফিকে কিস করেছি । এর বেশি না । জাস্ট ফ্রেন্ডলি ।

ও আমাকে বার্থডেতে একটা রিং গিফট করেছে । তুমি দিয়েছো কখনো? তুমি তো ঢেডি ছাড়া কিছু চেনো না ।
- এনাফ ! মানুষকে ভালোবাসতে শেখ । আজ থেকে আমাদের সম্পর্ক নেই । ফোন দিবা না ।


: কি ভেবেছিস ? তোর এসব সস্তা নাটকে আমি গলে যাবে । fu** off
- আমি ভেবেছিলাম বদলাবে । তোমার সো কলড আধুনিকতা একদিন তোমায় ...
: shut up
- bye
: are you serious ?
- nope
: তুমি আমার চেয়ে সুন্দরী মেয়ে পাবে ।
- পার্সোনালিটি টা ইম্পর্টেন্ট ।
: হাহা ।

তুমি ? আর মেয়ে ? কাউকে কখনো স্পর্শ করেছো ।
- খুব প্রয়োজন কি ?
: all the best . now it's done. break up
-

দীর্ঘশ্বাস ফেলে ছেলেটা ফোন রেখে দেয়। অপেক্ষা করে থাকে মেয়েটির ফোনের ।

গল্পটা কি শেষ ?
তাই হবে হয়তো ।
ছেলেটার চোখের কোণে পানি জমে।



ব্রেক আপের কথা শুনতেই সবাই হাসে । রাফি নোংরা একটা রসিকতাও করে । হঠ্যাত্‍ মেয়েটা আবিষ্কার করে যে ছেলেটাকে সে প্রচন্ড ভালোবাসে ।

মেয়েটা একটা টেক্সট করেঃ I will change for you.
ছেলেঃ I'll wait

মেয়েটাও ভাবে নিজেকে গুছিয়ে নিবে । বার্থডে বাড়াবাড়ি করেছে জানে ।

সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বদলাবে। কমিয়ে দেয় অন্যদের সাথে হ্যাঙ আউট । বাসায় মাকে সময় দেয় । খুনসুটি দেখে ছোটদের । আর বস্তা পঁচা রোমান্টিক মুভি দেখে ।

দেখেঃ a walk to remember. মুভি দেখে বদলে যায় তার অনুভূতি। ভাবে ছেলেটা তাকে কত্ত ভালোবাসে ।

১ মাস পরঃ
হঠ্যাত্‍ করেই ফোনটা বেজে ওঠে ছেলেটার । ফোন ধরতেই কান্নার শব্দ ।
: i am sorry.
- i belive you.
: i miss you.
- i love you.
: i love you more
- i love you most

বলেই শ্বাস ফেলে ছেলেটা ।

আবার বলে
: আমিও সরি । বাড়াবাড়ি করেছি । তোমাকে চেন্জ..
- হ্যাঁ । আমি চেন্জ হবো । একটু সময় দিবে ।


: কত সময় নিবে ?
- বেশি না ।
: ৬৮ বছরের বেশী পারবো না তো ।
- দুষ্টুমি রাখো ।
: শাড়ি পড়া শিখবে ?
- হুম ।
: রান্না ?
- হুম ।


: বিয়ে ?
- হুম । ইয়ে নো । চিটিং ।
: হাহা ।
- তুমি হাতটা ধরে রাখবে তো !
: পা ও ধরতে হবে নাকি ? তোমার পা ধরাও ভাগ্য ।

বদলে গেছ বিশ্বাস হতে কষ্ট হয় । It's a miracle
- miracle is you ! sweet heart এর ভালোবাংলা কি ?
: প্রিয়তমমেষু ।
- আজ থেকে এটাই ডাকবো ।
: আমি ডাকবো রাজকন্যা ।
- মেয়ের নাম ?
: বাবাহ ! এত পরিবর্তন ।

এক্কেবারে বিয়ে তে ? আগে তো বলতে ...
- জোছনা দেখতে যাবো । নীল শাড়ি কিনে দিতে পারবে ?
: কিনে রেখেছি ।
- সত্যি ?
: হ্যা । কারণ তোমার টেক্সট পেয়ে বুঝেছি তুমি বদলাবে । আমিও খানিকটা বদলেছি ।

টম ক্রুসের মুভি থেকে ফ্রেঞ্চ কিসিং স্টাইলটা শিখে নিয়েছি ।
- সত্যি !
: তুমি যদি আমার জন্য পারো , আমি পারবো না ।
- তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে ।
: অপেক্ষা করো ।
- অপেক্ষা করেই আছি ।



মোরালঃ সত্যি ভালোবাসা বদলে দেয় মানুষকে । যাকে তুমি ভালোবাসতে পারো , তার জন্য কিছু করতে ইচ্ছে আপনা আপনি তৈরী হয় । ভালোবাসায় খাদ থাকলে ঠুনকো খুনসুটিতে ভেঙে পড়ে ভালোবাসার তাসের ঘর ।
লিখাঃ কাব্যপ্রেমী রিফাত । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।