আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের বাচ্চা

বাঘের বাচ্চা
মার খিচ্চা
বলটা যেন হারায়,
ষোলো কোটি বাঙ্গালী
সিনা টান করে দাড়ায়।

বাঘের বাচ্চা
মার জোরসে
স্ট্যাম্প থাকুক ভাঙ্গা,
ষোল কোটি বাঙ্গালীর
চিতকারে বিশ্ব করে চাংগা।

বাঘের বাচ্চা
দৌড়াইয়া যা পলকের আগে,
ষোল কোটি বাঙ্গালী
মাতম তোলে বন্যরা ভাগে।

বাঘের বাচ্চা
রাখিস সাহস
ভয় নাই কিছু,
ষোলো কোটি বাঙ্গালী
মত্ত আজ তোদের পিছু পিছু।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।