আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলার ৯ কেন্দ্রে ভোট স্থগিত

এর মধ্যে কুমিল্লায় বড়ুররায় দুটি, পটুয়াখালী সদরে দুটি, মুন্সিগঞ্জের গজারিয়ায় চারটি এবং ঢাকার ধামরাইয়ে এটি কেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, পটুয়াখালী সদরের পূর্ব মরিচবুনিয়া দারুচ্ছান্নাত মাদ্রাসা ও বলাইকাঠি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র; ধামরাইয়ের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাঘারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ অনিয়মনের জন্য স্থগিত করা হয়েছে।

এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ডা. আব্দুল গাফফার স্কুল অ্যাণ্ড কলেজ, ১৩ নম্বর সরকারি আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ নম্বর পৈক্ষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯৮ নম্বর বাঘাইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত হয়েছে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায়। 

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ৪৩ জেলার ৯১ উপজেলায় রোববার ভোট চলছে।

তৃতীয় পর্বে গোলযোগের পর নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারির পরও সকাল থেকে পটুয়াখালী সদর, মুন্সীগঞ্জের গজারিয়া,  কুমিল্লার বরুড়া, কক্সবাজারের কুতুবদিয়া, ভোলার মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, ঝালকাঠী সদর, চট্টগ্রামের সাতকানিয়া, ঝিনাইদহের হরিণাকুণ্ডুসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহিংসতায় নিহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান (৬৫)।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩ চেয়ারম্যান প্রার্থী এবং ঝালকাঠী সদর উপজেলার বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

পুনঃনির্বাচনের দাবিতে সোমবার আগৈলঝাড়ায় আধা বেলা হরতালও ডেকেছে উপজেলা বিএনপি।

ঢাকায় সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতোমধ্যে অভিযোগ করেছেন, ক্ষমতাসীনরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভোটের চতুর্থ পর্বেও কেন্দ্র দখলের ‘মহাৎসব’ চালিয়ে যাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।