আমাদের কথা খুঁজে নিন

   

ঘটন-অঘটনে ৯১ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কেন্দ্র দখল, জালভোট, অনিয়ম ও সহিংসতার মধ্য দিয়ে আজ রবিবার শেষ হয়েছে ৯১টি উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ।

আজ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মুন্সিগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৪৫) নিহত হয়েছেন। এছাড়া, কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট পেপার, ছিনতাই, পোলিং এজেন্টদের মারধরের ঘটনা ঘটেছে।

নির্বাচন চলাকালীন বিভিন্ন অভিযোগে ফেনীর সোনাগাজী, খুলনার তেরখাদা, পিরোজপুর সদর ও মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও মনপুরা, ঝালকাঠি সদর ও নলছিটি এবং বরিশালের আগৈলঝড়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

এছাড়া, কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন।

এ ব্যাপারে জেলার রিটার্নিং কর্মকর্তা সারোয়ার মোর্শেদ চৌধুরী সাংবাদিকদের জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে শামছুদ্দিন প্রধানকে কুপিয়ে আহত করা হয়। পরে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের এলাকা চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট ও বিরোধীদলের পোলিং এজেন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে।

সকালে প্রকাশ্যে জাল ভোট দিতে দেখা গেছে। ৫৩টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্র দখল করে নিয়েছে সরকার সমর্থকরা। প্রিজাইডিং অফিসারদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। বোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।

অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় নির্বাচন বর্জন করে পুনঃনির্বাচনের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। জীবননগর উপজেলায় রোববারের নির্বাচন স্থগিত ও পুনঃনির্বাচনের দাবিতে এ কর্মসূচি দেয়া হয়েছে।

বরিশালের আগৈলজাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ৩০ মিনিটের মধ্যে এক হাজার ৮৭৮ ভোট বালট বাক্সে জমা পড়েছে। কেন্দ্র দখল করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা এ ভোট দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৭৮ জন।

এ ঘটনায় বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন সকাল ১০টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ভোট স্থগিত ও পুনর্নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন তিনি।

যশোরে একেবারে ফিল্মি স্টাইলে ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেকের মাথায় প্রথমে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে, পরে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদারের লোকজন।

কুমিল্লার বরুড়া উপজেলার ২০টি ভোটকেন্দ্রে শনিবার রাতেই ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার লোকজন এ কাজ করেন বলে জানা গেছে।

প্রিসাইডিং কর্মকর্তা ফখরুদ্দিন জানান, বেশ কিছু লোক রাত ১২টা থেকে ২টার মধ্যে দুই দফা এসে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকে সিল মারেন।

সিলেট সদর উপজেলায় রবিবারের নির্বাচনে ব্যাপক জালভোট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিলেট শহরতলীর মীরাপাড়ায় ছাত্রলীগ কর্মীরা কেন্দ্র দখল করে প্রায় ১ ঘণ্টা টেবিল কাস্ট করেছে বলে প্রতিপক্ষের প্রার্থীরা অভিযোগ করেছেন।

ছাত্রলীগের তাণ্ডবের কারণে মীরাপাড়াস্থ আব্দুল লতিফ স্কুলকেন্দ্রে এক ঘণ্টারও বেশি সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।

টাঙ্গাইলের কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে ছিল দেওয়া, একজনের ভোট আরেকজনে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। এর মধ্যে সহদেবপুর ইউনিয়নের খরশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। পরে আবার ভোট শুরু হয়েছে।

 

৯ উপজেলায় ভোট বর্জন

চতুর্থ দফায় ৯১ উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত বিএনপি ৯টি উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে প্রার্থীরা।

নির্বাচনে অনিয়ম, কারচুপি, হামলা, ভোটদানে বাধা এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে এসব উপজেলায় ভোট বর্জনের ঘোষণা দেয় স্থানীয় বিএনপি।

বিএনপির বর্জন করা উপজেলাগুলো হলো- ফেনীর সোনাগাজী, ভোলার মনপুরা ও দৌলতখান, বরিশালের আগৈলঝাড়া, পিরোজপুরের সদর ও মঠবাড়িয়া, খুলনার তেরখাদা, ঝালকাঠির সদর ও নলছিটি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।