আমাদের কথা খুঁজে নিন

   

চয়নিকার পরিচালনায় অপূর্বর শততম নাটক

নির্মাতা-অভিনেতা যুগল হিসেবে শততম নাটক একটি রেকর্ড দেশের নাট্যাঙ্গনে। সেই রেকর্ডটি গড়লেন চয়নিকা-অপূর্ব। নির্মাতা চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারের ২৪০টি নাটকের মধ্যে অপূর্ব একাই গতকাল শততম নাটক স্পর্শ করলেন। নাটকের শিরোনাম 'অভিমান'। এটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন।

নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন নাদিয়া। আরও আছেন দিতি। নাটকের গল্পে অপূর্ব-নাদিয়া স্বামী-স্ত্রী। পালিয়ে বিয়ে করেন তারা।

চয়নিকার পরিচালনায় শততম নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, 'প্রচুর নাটকে অভিনয় করেছি আমি।

কিন্তু শুধু একজন নির্মাতার পরিচালনায় শততম নাটক অবশ্যই একটা ঘটনা। দিদির [চয়নিকা] সঙ্গে এতগুলো নাটকে অভিনয় করে খুব ভালো লেগেছে। এ ইউনিট আমার নিজের ইউনিটের মতোই। এতগুলো কাজ একসঙ্গে করে আমরা একটা পরিবার হয়ে গেছি। '

চয়নিকা বলেন, 'অপূর্ব অসাধারণ একজন অভিনেতা।

আমি কী চাই, অভিনেতা হিসেবে ও তা বোঝে। তাই ওকে নিয়ে কাজ করে আনন্দ পাই। '

অপূর্ব ক্যারিয়ারে প্রথম একক নায়ক হিসেবে চয়নিকার 'খুঁজে পাওয়া' নাটকে অভিনয় করেন। সেখান থেকেই শুরু। মজার ব্যাপার হলো, প্রথম নাটক এবং শততম নাটক, দুটির নাট্যকারই ইমদাদুল হক মিলন।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.