আমাদের কথা খুঁজে নিন

   

তবু সতর্ক শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জয়ের পর নিউজিল্যান্ডই সুপার টেনের এক নম্বর গ্রুপে শীর্ষে অবস্থান করছে। লঙ্কানরা আছে দ্বিতীয় স্থানে। এই সমীকরণ নিয়েই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার। এক নম্বর গ্রুপের অপর ম্যাচে অবিশ্বাস্যভাবে প্রথম রাউন্ডে বাধা পেরিয়ে আসা নেদারল্যান্ড মুখোমুখি হচ্ছে ফেবারিট শ্রীলঙ্কার। কেবল টি-২০ ক্রিকেট কেন, অন্য ফরম্যাটগুলোতেই নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠত্ব রয়েছে।

তারপরও দুই দলের শক্তির ভারসাম্য আছে, বলতে হবে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে দুই দলেরই রয়েছে দক্ষতা। সেই হিসেবে আজকের ম্যাচটা হবে দৃষ্টিনন্দন এবং উপভোগ্য। তবে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বর তিন ম্যাচের টি-২০ সিরিজটা দক্ষিণ আফ্রিকা জয় করেছিল ২-১ ব্যবধানে।

সবকিছু মিলিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তারপরও বড় আসরে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার পক্ষে বাজি ধরাটা একটু কঠিনই। শ্রীলঙ্কা-নেদারল্যান্ড ম্যাচের ফলাফলটা আন্দাজ করেই মাঠে যাবেন ভক্তরা। তবে দুর্বল প্রতিপক্ষ হলেও দারুন ফর্মে থাকা শ্রীলঙ্কা আজ নেদারল্যান্ডের বিপক্ষে সতর্ক হয়ে মাঠে নামবে। কারণ টি-২০তে যেকোনো ফলাফল ঘটতে পারে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।