আমাদের কথা খুঁজে নিন

   

টস জিতলে উচিত ফিল্ডিং নেওয়া

টি-২০ বিশ্বকাপে টপটেনে বাংলাদেশের আজ প্রথম খেলা। প্রতিপক্ষ আবার বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব শেষ ম্যাচে হংকংয়ের কাছে হারার পর অনেকেই বিরক্ত হয়ে বলছেন টপটেনে মুশফিকরা দাঁড়াতেই পারবে না। এটা ঠিক বাংলাদেশ গ্রুপটা অনেক বেশি শক্তিশালী। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের পাশাপাশি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে।

সেক্ষেত্রে হংকংয়ের কাছে হারের পর ক্রিকেটপ্রেমীরা টপটেন নিয়ে আশা ছেড়ে দিতেই পারেন। কিন্তু আমি বলব ক্রিকেটে যেকোনো অঘটন ঘটতেই পারে। তাই বলে টপটেনে দাঁড়াতেই পারব না তা মানতে পারছি না। বাংলাদেশের আজ প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যে দলে গেইল, স্যামুয়েল, স্যামি, ব্রাভোদের মতো ক্রিকেটার রয়েছেন সেখানে তাদের শক্তি যে কেমন হতে পারে তা বুঝিয়ে বলার দরকার নেই।

যত বড়মানের ক্রিকেটার হোক না কেন ব্যাট বলে দুটোতেই ব্যর্থ হলে কোনো লাভ নেই। তাই প্রথম ম্যাচে তারা ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। তাহলে কি আজও তাদের একই পরিণতি হবে। না, সব দিন সমান যায় না। আজ হারলে কাল যে জিতব না তা ভাবাটা ঠিক হবে না।

বাংলাদেশের বেলায়ও একই কথা। হংকংয়ের কাছে যত খারাপ খেলে হারুক না কেন আজ যে পারবে না তা ভাবাটা বোকামি। অনেকে মনে করেন মুশফিকরা মানসিক চাপে থাকবেন। আমি বলব টপটেনে বাংলাদেশ পুরোপুরি চাপ মুক্ত থাকবে। কারণ গ্রুপের চার প্রতিপক্ষই আমাদের চেয়ে শক্তিশালী।

এদের সবার চ্যাম্পিয়ন হওয়ার মানসিক চাপ থাকলেও বাংলাদেশের তা নেই। আর এটাই টপটেনে মুশফিকদের জন্য পজিটিভ হয়ে দেখা দেবে। আগের ম্যাচে মুশফিকরা অনেক ভুল করেছেন। সত্যি বলতে কি প্রতিপক্ষকে খুব বেশি দুর্বল ভাবাতে ব্যাটিংয়ে চরম বিপর্যয় ঘটে। আজ সে ভুলগুলো শুধরিয়ে বাংলাদেশ বুঝেশুনে খেলতে পারলে জয় দিয়েই সুপার টেন শুরু করা সম্ভব।

তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ এমন শক্তিশালী দল না যে তাদেরকে হারানো সম্ভব নয়। ওয়ানডে বা টেস্টের কথা বাদই দিলাম। টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ তাদের পরাজিত করেছে। সুতরাং আজ ভয়ের কিছুই দেখছি না। মুশফিকদের মনে রাখতে হবে ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর।

আমি মনে করি টসে জিতলে মুশফিকের উচিত হবে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে নামানো। ১৪০ বা ১৫০ রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশের যে ব্যাটিং লাইনআপ তা অনায়াসে টপকানো সম্ভব বলে মনে করি। আরেকটি ব্যাপার আজ দলে কিছু পরিবর্তন মনে করছি। যদিও এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তারপর আমার পরামর্শ হবে নাসিরকে না নামানো।

ও অবশ্যই ভালো মানের ব্যাটসম্যান। কিন্তু বেশকিছু ম্যাচের ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে ওর জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করা। শুনেছি জিয়া আজ মাঠে নামবে। এটা যদি সত্যি হয় তাহলে খারাপ হবে না। কেননা জিয়া অবশ্যই টি-২০ ম্যাচে ভালো পারফরমার।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।