আমাদের কথা খুঁজে নিন

   

পিতা বয়স্ক হলে সন্তান কুৎসিত হওয়ার আশঙ্কা প্রবল!

বয়স্ক বাবার সন্তানদের কুৎসিত হওয়ার আশঙ্কা প্রবল থাকে বলে দাবি করলেন বিজ্ঞানীরা। বয়স্ক বাবাদের অতিরিক্ত জেনেটিক মিউটেশনের ফলে তাদের সন্তানদের অটিসিম, স্কিজোফ্রেনিয়াসহ অনান্য জিনঘটিত অসুখের সম্ভাবনা থাকে যথেষ্ট পরিমাণে। বর্তমানে গবেষকরা দাবি করেছেন এই জেনেটিক মিউটেশনের প্রভাব এতোটাই মারাত্মক যে সন্তানের বাহ্যিক বৈশিষ্ট্যের উপরও তা মারাত্মক প্রভাব ফেলে।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক নৃতত্ত্ববিদ মার্টিন ফিডার জানিয়েছেন, আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখেছি বাবার বেশি বয়সের সন্তানের ক্ষেত্রে বাবার বয়স সন্তানের বাহ্যিক সৌন্দর্য্যের ওপর প্রবলভাবে নেতিবাচক প্রভাব ফেলে।

গবেষণাটিতে মোট ১২ জনকে ৪,০১৮ পুরুষ ও ৪,৪১৬ মহিলার ছবি দেখিয়ে তাদের বাহ্যিক সৌন্দর্য্যকে র‌্যাঙ্ক করার কথা বলা হয়। দেখা গেছে কম বয়সী বাবার সন্তানদের ছবি সৌন্দর্য্যের মাপকাঠিতে সার্বজনীনভাবেই বেশি বয়সী বাবাদের সন্তানদের থেকে বেশি সমাদৃত হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।