আমাদের কথা খুঁজে নিন

   

কালোদিঘীর স্বপ্নবাজী ০৩ - যে শহরে আমি থাকি (০১)

আমি তেমন ঘুরাঘুরি টাইপ পাব্লিক না। তাই বলে ঘুরতে যে আমার ভাল লাগে না তা না। কিন্তু একবার বাসায় ঢুকলে আমাকে হাতি দিয়েও টেনে বের করা যায় না। সবাইকেই দেখি বেশ ঘোরাঘুরি করে, অনেক যায়গায় যায়। আমিও মনে মনে ভাবি, এই শেষ, আর বাসায় বসে থাকবোনা।

কিন্তু এই শেষ আর শেষ হয় না। প্রতি সপ্তাহেই নতুন করে সংকল্প করি যে এরপর থেকে সপ্তাহে একদিন হলেও নতুন নতুন যায়গায় ঘুরতে যাবো। কিন্তু খোদা মনে হয় দুনিয়ায় আমার চেয়ে বেশি অলস মানুষ বানায় নাই। তাই আমার খাসলত আর বদলায় না।

যাই হোক, তামাশার বিষয় হলো ফটোগ্রাফির ভিতর আমি সবচে ভালবাসি ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেইট।

যে আমি কিনা বাসা থেকে বের হই না, সেই আমি কিনা করবো ল্যান্ডস্কেপ। আগে তবু ঘুরতাম, এখন তো একদমই হয় না। তাই নতুন ল্যান্ডস্কেপও আর তোলা হয় না। পুরাতন কিছু ছবিই দিলাম তাই। যে শহরে আমি থাকি।

অল্প কিছু ছবি। ভবিষ্যতে এই সিরিজে আরো কিছু ছবি দেয়ার ইচ্ছা আছে। সাথেই থাকুন।

:: ০১ ::

:: ০২ ::

:: ০৩ ::

:: ০৪ ::

:: ০৫ ::

:: ০৬ ::

:: ০৭ ::

:: ০৮ ::

-- কালোদিঘী

সোর্স: http://www.sachalayatan.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।