আমাদের কথা খুঁজে নিন

   

ঝুল চাঁদ ঝুলে

==================

পূর্ণিমার চাঁদ
দেখেছি গো আজ রাতে
অনিন্দ্য সুন্দর প্রিয় আকাশে ,
ঝুল চাঁদ ঝুলে
পাশাপাশি দু’টো
এক সাথে এক আকাশে ,
অদৃশ্য আলোক ছটা
কাছে টানে
রহস্য যাদুতে,
আকর্ষণে শিহরে
স্বদৃশ্য স্বরূপে
স্বপনে কাতরায় ,
কামের কাননে
গড়াগড়ি যায়
সোহাগের বিছানায় ;


পূর্ণিমার ঝুল চাঁদ ঝুলে
মোর প্রিয় আকাশে
অপলক চেয়ে থাকি
মুগ্ধ দৃষ্টিতে ;
কেমন করে ফেরাবো গো দৃষ্টি বলো
আহ্লাদী জোনাকীর আলো ঝলোমলো
অপরূপ পূর্ণিমার রূপালী রাতে?


————————————————

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।