আমাদের কথা খুঁজে নিন

   

ফ্ল্যাশ মব ও একটি মেসেজ

ফ্ল্যাশ মব বললেই আমাদের চোখে এখন CU এর ঐ মেয়েটির চেহারা ভাসে । ফ্ল্যাশ মব শব্দটি বিদেশে পরিচিত হলেও বাংলাদেশে জনপ্রিয় করার জন্য ICC World Twenty 20 Bangladesh 2014 কে আমরা ধন্যবাদ দিতেই পারি । ( যদিও CU এর টা ছাড়া বাকিগুলোকে Flash Mob বলা যায়না , Mob Gathering বলতে পারি )

যাই হোক বিশ্বকাপ উপলক্ষে এখন অলিতে-গলিতে ফ্ল্যাশ মব হচ্ছে । তারই ধারাবাহিকতায় গত ২৩ই মার্চ খুলনায় শিববাড়ি মোড়ে ফ্ল্যাশ মব করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট )

এইটা ইউনিক এই কারনে যে এখানে একটা মেসেজ আছে ।

আমরা হয়ত উদ্ভোধনী অনুষ্ঠানে কথা ভুলে যাইনি । উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে যেসব অনিয়ম হয়েছে তার প্রতিবাদ করার চেষ্টা করা হয়েছে এই ফ্ল্যাশ মবের মাধ্যমে। শুরু করা হয়েছে একদল ছেলেমেয়ে Akon এর গানের সাথে নাচছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্যানার:
T20 Opening Ceremony
(Neglecting Bangladeshi Artist)
Venue: Bangladesh
অর্থাৎ বাংলাদেশ ভেন্যু তারপরেও নেগলেক্ট করা হয়েছে বাংলাদেশী আর্টিস্টদের !!!!
Akon এর গানের পর বিশ্বকাপের থিম সং এর সাথে তারা নাচছে কিন্তু আমাদের দেশী নাচের কোন প্রধান্য নেই, মাঝখানে বেজে উঠছে হিন্দি সুর : জয় হো। এর মাধ্যমে আমাদের ইয়ং জেনারেশনের জগাখিচুরি অবস্হা এবং এবং আমাদের দেশী সংস্কৃতি এর করুন অবস্হা ফুটে উঠেছে।
হটাৎ করে টাইগার এসে তাদের কে তাড়িয়ে দেয় এবং টাইগারদের পাহারায় চলে আমাদের দেশী নাচ।

এর মাঝে আরেকদল তরুন এসে ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশী আর্টিস্টদের উপেক্ষিত হওয়ার।
এর পর আবার প্রথমদিকের তরুনরা ফিরে এসে বিশ্বকাপের থিম সংয়ের সাথে নাচতে থাকে কিন্তু তাদের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের দেশীয় নাচ নিয়ে তিন তরুনী। আমরা বিদেশী সংস্কৃতি চর্চা করতে পারি কিন্তু সবসময়েই যেন আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দেই। মাথায় কাপড় বেধেঁ পতাকা তৈরির আইডিয়াওটা ইউনিক হয়েছে।
কিছুটা দেরিতে হলেও ফ্লাশ মব বা ভিডিও এর মাধ্যমে অনিয়মের প্রতিবাদের চেষ্টা সত্যিই অভিনব।



ভিডিওটি ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন অথবা নিচে

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.