আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াই-ফাইয়ের আওতায় মেহেরপুর

বৃহস্পতিবার সকালে উদ্বোধনের পর থেকে শহরবাসী এই সুবিধা পাচ্ছেন।

শব্দ নেটওয়ার্কের মাধ্যমে বিনোদন, ধর্মীয় নিদের্শনা ও সেবামূলক বিভিন্ন তথ্য সম্প্রচার করা হবে। এ জন্য শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় শব্দযন্ত্র।
পৌর মেয়র মুতাছিম বিল্লাহ জানিয়েছেন, প্রায় এক বর্গ কিলোমিটার এলাকায় ফ্রি ওয়াই-ফাই পাওয়া যাবে। গড় ইন্টারনেট গতি থাকবে ৫১২ থেকে এক এমবিপিএস।


মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সকাল সাড়ে ৭টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন।



মেয়র মুতাছিম বিল্লাহ জানান, ইন্টারনেটমুখী নতুন প্রজন্মকে কাজে লাগাতে ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। এতে আউট সোর্সিংয়ের কাজ বৃদ্ধি পাবে। ছেলেমেয়েরা আয়ের পাশাপাশি নিজেদের তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
এ ছাড়া শব্দ নেটওয়ার্কের মাধ্যমে নাগরিকরা আযান, বিনোদনের জন্য রবীন্দ্র সংগীত, নজরুল গীতি এবং মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গানসহ পৌরসভার বিভিন্ন তথ্য শুনতে পাবেন।


পৌরসভার নিজস্ব অর্থায়নে এই সুবিধা চালু করা হয়েছে বলে জানান মেয়র মুতাছিম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।