আমাদের কথা খুঁজে নিন

   

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন আমির?

মোহাম্মদ আমিরের প্রতিভা নিয়ে কোনো সংশয় ছিল না। ক্রিকেটে তাঁর আগমনে হইচই পড়ে গিয়েছিল চারদিকে। কিন্তু করে বসলেন ভুল, মস্ত বড় এক ভুল। এখন সেই ভুলের খেসারত মোহাম্মদ আমির দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাকিস্তানের তরুণ এই বোলিং-প্রতিভা নিষিদ্ধ চার বছর ধরে।

২১ বছর বয়সী আমিরের নিষেধাজ্ঞা শেষ হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে। ১৪ টেস্টে ৫১ উইকেট শিকারি পাকিস্তানের এ বাঁহাতি ফাস্ট বোলারের জন্য সুখবর—আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন।
ফের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত আমির। বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে অনুশীলন করার সুযোগ পেলে সেটি দারুণ হবে। ’ আন্তর্জাতিক অভিষেকের পর তাঁর মধ্যে ওয়াসিম আকরামের ছায়া খুঁজে পেয়েছিলেন অনেকে।

কিন্তু সব গড়বড় হয়ে গেল ওই ফিক্সিং কেলেঙ্কারির পর। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরের ওপর রয়েছে আইসিসির পাঁচ বছরের নিষেধাজ্ঞা। আমিরের আশা, ফের স্বরূপেই ফিরবেন তিনি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.