আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান সফর ও ইঁদুর-বেড়াল খেলা

আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি পদ পাওয়ার জন্য পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন পিসিবিকে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে এটা ছিল পাকিস্তানের গাধার সামনে মুলা ঝুলানোর কৌশল। কামালের প্রতিশ্রুতির পরপরই ভারত দেখল যে, বাহ বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান তো ভালই ফায়দা লোটার সিস্টেমে আছে, তখনি বিসিসিআই সভাপতি আইসিসির এক সভায় বাংলাদেশকে প্রথমবারের মত ভারত সফর করার আশার বাণী শোনাল। সঙ্গে সঙ্গেই কামাল পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলে সফর না করার আওয়াজ তোলেন, (পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দেওয়ার সময় কিন্তু এমন আপত্তি তোলেন নাই)। পাকিস্তান তখন রাগের দুঃখে সহ-সভাপতি পদে কামালকে মনোনয়ন না দেওয়ার হুমকি দেয়।

ততদিনে কামাল সাহেবের মাথায় এই ব্যাপারটা অবশেষে ঢুকে যে, সহ-সভাপতি (পরবর্তীতে সভাপতি) পদটা এখন শুধুই আলঙ্করিক। তাই, পাকিস্তানের হুমকিতে খুব একটা পাত্তা দেন নাই। মাসখানেক পর দেখা গেল ভারত যে সময়ে বাংলাদেশকে আমন্ত্রন জানানোর আশার বাণী শুনিয়েছিল, সেই সময়টায় অতিরিক্ত মুনাফার আশায় পাকিস্তানকে আমন্ত্রন জানিয়ে বসে আছে। কামাল সাহেব এটা দেখে তখনি আবার নিরাপত্তা ইস্যু ভুলে পাকিস্তানকে নতুন করে প্রতিশ্রুতি দেন, সফরের দিন তারিখও ঠিক হয়। কিন্তু জনৈক টাইগার প্রেমিক হাইকোর্টে মামলা ঠুকে দিলে সফর সাময়িক বাতিল হয়, কিন্তু প্রতিশ্রুতিটা ঠিকই রয়ে যায়, যার জন্য দেশের ক্রিকেটে এখন আবার পাকিস্তান সফর নিয়ে হইচই।

পাকিস্তান সফরে না গেলে কোন পাকিস্তানি খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে না বলে পাকিস্তান একদিকে হুমকি ধামকি দেয়, আরেকদিকে ভারত বাংলাদেশকে আমন্ত্রন জানানো ভুলে পাকিস্তানকে আতিথেয়তা দিয়ে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জলঘোলা খেলাটা ভালই উপভোগ করছে। কামাল সাহেব ঠিকই মুলার গন্ধ শুঁকে শুঁকে গন্তব্যে (সহ-সভাপতি পদে) পৌঁছেছেন, কিন্তু সফর নিয়ে যে জটিলতার সৃষ্টি করে গেছেন, তা শেষ করে যান নাই। বাংলাদেশি টাইগাররা খারাপ খেললে ভক্ত হিসেবে খারাপ লাগে, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত-পাকিস্তানের এই টেবিল টেনিস খেলা টা আর দেশের গর্ব ক্রিকেটকে নিয়ে রাজনীতিটা কোন ভাবেই সহ্য হচ্ছে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.