আমাদের কথা খুঁজে নিন

   

গত রাতে ৭১ টিভির এক টক শোতে ব্র্যাক ভার্সিটির অধ্যাপক পিয়াস করিম যে ভাবে দ্বিগম্বর হয়েছেন, ঠিক সেই ভাবে তাদের অনুসারীদেরও জাতির সামনে দ্বিগম্বর করা হোক।

আমরা জাতি হিসাবে এত খারাপ কেন ? নিজেকে এই জাতির অংশ ভাবতেই এখন ঘৃনা হয়। দেশের জাতির বিবেক বলে যারা বিবেচিত তারাই খুনিদের পক্ষে কথা বলে, চুরির পক্ষে কথা বলে। কি অদ্ভুদ এক অসভ্য জাতি আমরা। আমাদের দেশের নতুন একধরনের ষ্টারের উৎপত্তি হয়েছে তারা "টকশো ষ্টার"। তারা প্রায় সব বিষয়্ই বিশেষজ্ঞ বলা যেতে পারে।

কারণ তারা সব বিষয়েই তাদের মূল্যবান বানী দিয়ে টকশোগুলিতে টিভির পর্দা গরম করে রাখেন। দেখতে ভালই লাগে, আর যাই হোক রাজীনিতিবিদের মিথ্যা কথাগুলোই থেকে ভালই। কিন্তু গত রাতে ৭১ টিভির এক টক শোতে ব্র্যাক ভার্সিটির অধ্যাপক পিয়াস করিম হ্যাকিং এবং যুদ্ধাপরাধিদের পক্ষ নিয়ে যে ভাবে দ্বিগম্বর হয়েছেন। তাতে এইসব জ্ঞানপাপীরা আসল চরিত্র এবং তাদের উদ্দেশ্য ক্রমেই পরিস্কার হয়ে উঠছে। আর তারা এই জাতিকে পরিকল্পিত ভাবে আরও অন্ধকারে নিয়ে যাচ্ছে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

তাই এইসব মুখোশধারীদের জাতীর সামনে তাদের মুখোশ উন্মেচিত করা হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।